সর্বশেষ

Tuesday, June 6, 2023

নগরীজুড়ে ছেয়ে গেছে পোস্টারে জমে উঠছে ফেসবুক প্রচারণা

নগরীজুড়ে ছেয়ে গেছে পোস্টারে জমে উঠছে ফেসবুক প্রচারণা



মোঃ আমিনুলইসলাম (বনি): আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়ার কয়েক ঘন্টার ব্যবধানে পোস্টারে ঢেকে গেছে পুরো নগরীর অলিগলি। পাশাপাশি এবার চারজন মেয়র প্রার্থী, ১১২ জন সাধারণ কাউন্সিলর এবং ৪৬ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর প্রচার-প্রচারণা, গণসংযোগ ও মিছিলে মিছিলে একধরনের নির্বাচনী উৎসব শুরু হয়েছে পুরো রাজশাহী নগরীতে। রাজশাহী সিটি নির্বাচনে  অংশগ্রহণকারী প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। নিজেদের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি বিজয়ের লক্ষ্যে ভোটও চাইছেন।ভোটারদের দিচ্ছনে নানা ধরনের প্রতিশ্রুতি । 

তবে শুধু যে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন এমনটা নয়, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকেও  সরব রয়েছেন। এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে রাজশাহী সিটি নির্বাচনে প্রার্থীদের ব্যানার-পোস্টারের ছবি। যা অনেক ক্ষেত্রে প্রার্থী নিজে, আবার কর্মী-সমর্থকরাও শেয়ার কছেন। ক্যাপশনে তারা ভোট চাওয়ার পাশাপাশি নিজের জন্য জনগণের কাছে দোয়া চাচ্ছেন। আবার অনেক প্রার্থী মোবাইলে নিজের নামে বাল্ক ম্যাসেজের মাধমে ভোট ও দোয়া টায়ছেন।  প্রার্থীরা বলছেন, হালের সাথে তাল মিলিয়ে চলতে গিয়েই ডিজিটাল মাধ্যমগুলোয় তারা প্রচারণা চালাচ্ছেন। কিছু মানুষ আছে এখান থেকেও দেখে দোয়া করে, আবার অনেকের ভোটের কথাও মনে পড়ে যায়।  ভোটের রাজনীতিতে আনুষ্ঠানিক প্রচারণার সময়কাল সীমিত, প্রযুক্তি হলো সবচেয়ে আধুনিক ও সহজলভ্য মাধ্যম। কিন্তু প্রার্থীরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে প্রচারণা এ নির্বাচনে বহুগুন বেড়েছে।

এদিকে প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে চলছে মাইকিং। এক প্রার্থীর প্রচার গাড়ি যেতে না যেতেই হাজির হচ্ছে আরেক প্রার্থীর প্রচার মাইক। দিন-রাত সমান তালে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে, পোস্টার-ব্যানার প্রার্থীদের পরিচয় যেমন তুলে ধরছে। । নগরবাসী জানিয়েছেন, নগরীর প্রধান সড়কসহ প্রতিটি অলিগলিতে পোস্টার-ব্যানার লাগানো সম্পন্ন। এক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য  নৌকা মার্কার মেয়র প্রার্থী এ এইচ এম থায়রুজ্জামান লিটন। তার অনুসারীরা প্রতীক বরাদ্দের পর পরই নগরজুড়ে পোস্টার ,ব্যানার,ফেস্টুন সাটিয়েছেন।  সকল প্রার্থীর ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। আর এথন  পোস্টারেরআর ফেস্টুনের নগরীতে পরিণত হয়েছে রাজশাহী।

সরেজমিনে দেখা গেছে, দলীয় মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ এইচ এম থায়রুজ্জামান লিটন এর পোস্টার, ব্যানার, ফেস্টুন সবার দৃষ্টি কাড়লেও জাতীয় পার্টির লাঙল মার্কার সাদিকুল ইসলাম স্বপন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার মেয়র প্রার্থী মাওলানা মুরশিদ আলম, জাকের পার্টির মো. আনোয়ার লতিফের গোলাপ ফুল মার্কার পোস্টার এখনও চোখে পড়ছে না।  সিটি করপোরেশনের ভোটাররা বলছেন, পোস্টারে থাকা অনেকে প্রার্থীই ভোটারদের কাছে অপরিচিত। ছবিতেই তাদের প্রথম দেখা যাচ্ছে। তবে পোস্টার-ব্যানার নয়; যোগ্য প্রার্থী দেখেই এবার তারা ভোট দিবেন।

Friday, June 2, 2023

প্রতীক পেলেন প্রার্থীরা, বিকেল থেকে শুরু প্রচার-প্রচারণা

প্রতীক পেলেন প্রার্থীরা, বিকেল থেকে শুরু প্রচার-প্রচারণা


মো আমিনুল ইসলাম বনিঃআগামি ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে। সকাল সাড়ে ৯টা থেকে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে একজন রিটার্নিং অফিসার ও ১১ জন সহকারী রিটার্নিং অফিসারের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ চলছে। এবছর রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ জন,  সাধারণ কাউন্সিলর, ও  সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন পদে ১১২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। সংরক্ষিত আসনের নারী সদস্যের মধ্যে প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রতীক বরাদ্দ। এরপর মেয়র পদে ও বিকেলে ৩০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতীক বারদ্দ করা হবে। আজ শুক্রবার প্রতীক বরাদ্দের পরপরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের ভোটের প্রচারণা শুরু করবেন। এবছর মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মওলানা মুরশিদ আলম ও জাকের পার্টির লতিফ আনোয়ার প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য এ এইচএম খায়রুজ্জামান লিটন নৌকা, জাতীয় পার্টির সাদিকুল ইসলাম স্বপন লাঙ্গল, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা হাফেজ মোরশেদ আলম ফারুকী হাতপাখা ও জাকের পার্টির লতিফ আনেয়ার গোলাপ ফুল প্রতীক পেয়েছেন। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য এ এইচএম খায়রুজ্জামান লিটন  রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নেন ।  

 মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য এ এইচএম খায়রুজ্জামান লিটন নৌকা,
জাতীয় পার্টির সাদিকুল ইসলাম স্বপন লাঙ্গল, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা হাফেজ মোরশেদ আলম ফারুকী হাতপাখা ও জাকের পার্টির লতিফ আনেয়ার গোলাপ ফুল প্রতীক পেয়েছেন। 

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য এ এইচএম খায়রুজ্জামান লিটন  রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নেন । এ ছাড়া গতকাল বৃহস্পতিবার প্রত্যাহারের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে রাজশাহীর ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১২ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪6 জন প্রার্থী নির্বাচনের মাঠে থাকছেন।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার প্রত্যাহারের শেষ দিনে সাধারণ কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। এতে বরিশালের ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১১৬ এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪২ জন প্রার্থী নির্বাচনের মাঠে থাকছেন।
 

এবছর রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ লক্ষ ৫১ হাজার ৯৮২জন ভোটার ১৫৫টি ভোট কেন্দ্রে তাদের ভোটাকধিকার প্রয়োগ করবেন। এবারই প্রথমবারের মত রাজশাহীতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন করা হবে এবং প্রতিটি কেন্দ্র বাহিরে ও কক্ষে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

Wednesday, May 31, 2023

ভোলাহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

ভোলাহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত


ইসমাইল হক,ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলায় "তামাক নয়,খাদ্য ফলান" প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুমের সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তব্য তুলে ধরেন মেডিকেল অফিসার ডাঃ রাহাদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, সাব- রেজিস্ট্রার বিদ্যুৎ কুমার, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ আছ হাবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু ইকবাল পাশা, জেলা পরিষদ সদস্য মোসাঃ হোসেন আরা পাখি, মৎস্য কর্মকর্তা মুঃ ওয়ালিউল ইসলাম, পল্লী স য় ব্যাংকের ম্যানেজার মোঃ মৌদুদ ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল সুজয় কর্মকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ ইসলাম, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবিরসহ অন্যরা।



Monday, May 29, 2023

নগর জুড়ে তীব্র যানজট

নগর জুড়ে তীব্র যানজট


ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সোমবার।

প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরুর প্রথম দিনে নগর জুড়ে যানজট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠে। নগরীর ব্যস্ততম কিংবা অপেক্ষাকৃত নীরব সকল সড়কেই যানজট ছিল অসহনীয়। যানজটের কবল থেকে মুক্তি পায়নি, নগরীর অলিগলিও। ভোর থেকেই শুরু; সন্ধ্যা পর্যন্ত এই যানজটে ভুগতে হয়েছে নগরবাসীকে।  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি ) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বাণ চাকমা দৈনিক বাংলার সকলকে বলেন, আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হওয়ায় নগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থী ও অভিভাবকসহ প্রায় আড়াই লক্ষ লোক রাজশাহীতে প্রবেশ করেছে। প্রায় সকলেই চুক্তিভিত্তিক বাস নিয়ে  পরীক্ষা দিতে এসেছে।এই অতিরিক্ত বাসগুলো শহরের বিভিন্ন রাস্তায় অবস্থান করায় যানজটের সৃষ্টি হচ্ছে।

সোমবার সকাল থেকে নগরীর বিনোদনপুর,বিশ্ববিদ্যালয় মেনগেট,শিরোইল বাস টার্মিনাল, ভদ্রা, অালু পট্টি, সাহেব  বাজার,  কাজলা , তালাইমারী, নিউ মার্কেট বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল থেকে যানবহনের চাপ চোখে পড়ার মতো ছিল। মোড়ে মোড়ে লেগেছিল তীব্র যানজট।

নগরীর প্রধানতম সড়ক তালাইমারী  থেকে ভদ্রা, ভদ্রা থেকে বাস টার্মিনাল, রেলগেট থেকে নগর ভবন রোডে সবচেয়ে বেশি যানজট ছিল। অথচ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে যানজট নিরসনে বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ চলছে। কিন্তু সমাধান মিলছে না।

উল্লেখ্য, চলতি বছর রাবিতে ভর্তি পরীক্ষায় তিন হাজার ৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিট মিলিয়ে কোটাসহ চূড়ান্ত আবেদন জমা পড়েছে এক লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে 'এ' ইউনিটে ৭২ হাজার ৫০টি, 'বি' ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং 'সি' ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছে ৭৫ হাজার ৮৫০টি।

Saturday, May 27, 2023

মোহনপুরে ৩৬দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার

মোহনপুরে ৩৬দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার


মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে গরুর নান্দে/ডাবর থেকে ৩৬দিনের কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ৪নং মৌগাছী ইউনিয়ন এলাকার বসন্তকেদার-বকপাড়া (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত
 শিশু আয়েশা আক্তার ওই গ্রামের আলামিন হোসেনের মেয়ে।
এবিষয়ে জানতে চাইলে আলামিন হোসেন বলেন, আমার বাড়িতে স্ত্রী তানিয়া খাতুন ও কন্যা শিশু আয়েশা ছাড়া আর কেউ ছিলোনা। এই ঘটনার পরে আমাকে জানালে আমি দ্রুত বাড়ি চলে আসি এবং এসে দেখি আমার কন্যা সন্তান মারা গেছে।
শিশুর মা তানিয়া আক্তার বলেন, সাড়ে ৫ টার দিকে নিজ শয়নকক্ষে শিশুটিকে ঘুমিয়ে রেখে বাথরুমে যায়। বাথরুম থেকে পাশের বাড়িতে কুকুরের কামড়ের কথা শুনে সেখানে যায়। এরপর পাশের বাড়ির সুমনের স্ত্রী রোজিনার বাকচিৎকারে দ্রুত বাড়িতে ছুটে আসেন এবং দেখে তার কন্যা সন্তানটি মারা গেছে।

এবিষয়ে মোহনপুর থানার মৌগাছি ইউনিয়নের বিট অফিসার দেবাশীস বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আশেপাশের সবাইকে জিজ্ঞেসাবাদ করছি। ঘটনাটির তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।