Saturday, September 22, 2018

নারী কেলেঙ্কারি : বার বার প্রশ্ন বিদ্ধ করেছে বিচারপতি এসকে সিনহাকে



বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশের একজন আইনবিদ এবং ২১-তম প্রধান বিচারপতিবিচারপতি থাকা কালে তিনি ডুবে ছিলেন, অসংখ্য অভিযোগের মহা সাগরেদুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ছাড়াও তার বিরুদ্ধে সব চেয়ে বড় অভিযোগটি হচ্ছে নারী ঘটিত কেলেঙ্কারি নিয়ে
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক সিনিয়র আইনজীবী বলেন, বিষয়টি লজ্জাজনক হলেও সত্যিবিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে নারী ঘটিত কেলেঙ্কারি নিয়ে একাধিক অভিযোগ রয়েছেনারায়নগঞ্জ জেলার জেলা জজ হোসনে আরা আকতারের সঙ্গে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অনৈতিক সম্পর্কের খবর এক সময়ে জজ পাড়ার প্রতিটি মানুষের মুখে মুখে ছিলো
এছাড়া, প্রধান বিচারপতি ইতিপূর্বে হোসনে আরা আকতারকে নিয়ে ভারত, কানাডা ও আমেরিকার বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়েছেনআর এ ঘটনা বাংলাদেশের প্রতিটি জজ আদালতের মুহুরীও জানে
প্রধান বিচারপতির সম্পর্কে আরো বিস্তারিত জানতে কথা হয় তার দূর সম্পর্কের আত্মীয় বোরহান উদ্দিনের সঙ্গেতিনি বলেন, আমি লাকি ভিলা এপার্টমেন্টেসের ১৪ গ্রীন কর্ণার, গ্রীনরোডে থাকিবিচারপতি এসকে সিনহা একাধিক বার আমার বাসায় হোসনে আরা আকতারকে নিয়ে এসেছেনযখন তারা আমার বাসায় একান্তে সময় কাটাতেন, তখন আমি বাসা থেকে বেরিয়ে পড়তামতখন তারা আমার বাসায় কি করতো, তা আমি বলতে পারবো না
তবে বিষয়টি ভিন্ন ভাবে ব্যাখ্যা করে বেগম হোসনে আরার সহকর্মী জাহানারা বেগম বলেন, সবাই যখন প্রধান বিচারপতি ও হোসনে আরাকে জড়িয়ে কথা বলতো, আমি বিশ্বাস করতাম নাকিন্তু যখন আমার চোখের সামনে হোসনে আরা আকতারের নতুন স্থানে বদলী না করে পদোন্নতি ও নিযুক্তির সরকারী আদেশ করার জন্য আইন মন্ত্রণালয়কে প্রধান বিচারপতি চাপ প্রয়োগ করেন, যখন আইন মন্ত্রণালয় গেজেট প্রকাশ না করলে কনটেম্পট অব কোর্ট এর দায়ে অভিযুক্ত করবেন বলেও বলেও হুমকি দেন ও পরবর্তীতে এ ধরনের কয়েক জনের সরকারী আদেশ জারি করতে আইন মন্ত্রণালয় বাধ্য হয় এবং কয়েকজনের সরকারী আদেশ সুপ্রীম কোর্ট নিজেই জারি করেন
এ সব বিবেচনা করার পর প্রধান বিচারপতি ও হোসনে আরার ভালোবাসার বিষয়টি বুঝতে বাকি থাকে না
শুধু হোসনে আরা নয়, হাইকোর্ট ডিভিশনের ডেপুটি রেজিষ্টার (অর্থ) ফারজানা ইয়াসমিনের সাথেও মাননীয় প্রধান বিচারপতির অনৈতিক সম্পর্কের ব্যাপারে গুজব রয়েছে বলে জানিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদলতের জজ বলেন, ফারজানা ইয়াসমিনকে নিয়ে এস কে সিনহা সুনামগঞ্জ, বগুড়া ছাড়াও কানাডা এবং আমেরিকার বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেনফারজানা ইয়াসমিন সম্প্রতি মাননীয় প্রধান বিচারপতির স্ত্রীর সাথে ভারতে ভ্রমন করছেন
এছাড়া, উত্তরা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ায়রম্যান জনাব গিরিধারি লাল মোদির উত্তরার একটি বিশেষ বাসভবনে ফারজানা ইয়াসমিনকে নিয়ে এস কে সিনহা অন্তরঙ্গ সময় কাটান বলে তথ্য পাওয়া যায়এ সময়ে তিনি তাঁর একটি কালো কাঁচের পতাকাবিহীন গাড়ী ব্যবহার করতেন এবং তাঁর নিয়মিত প্রটোকল ও নিরাপত্তা ব্যবহার করতেন না বলে উক্ত সূত্র নিশ্চিত করে

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: