
গোল করার পর পিএসজির আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির উল্লাস। ছবি: এএফপি
ইন্টার মিলান থেকে ধারে পিএসজিতে আসার পর থেকেই একের পরএকম্যাচে নৈপুণ্য দেখিয়ে যাচ্ছেন মাউরো ইকার্দি। এবার হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন
এই স্ট্রাইকার। গোলের দেখা পেয়েছেন নেইমার ও কিলিয়ান এমবাপেও। তাতে সেন্ত
এতিয়েনকে উড়িয়ে ফরাসি কাপের সেমি-ফাইনালে উঠেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
নিজেদের মাঠে খেলার শুরুতেই গোলের দেখা পায় পিএসজি। দ্বিতীয় মিনিটে টমাস
মুনিয়ের রক্ষণচেরা পাস থেকে দূরহ কোণ থেকে ডান পায়ের শটে জালে বল জড়ান
ইকার্দি।
ম্যাচের ৩১তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় এতিয়েন। অ্যাঞ্জেল ডি
মারিয়াকে বাজেভাবে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়া হন দলটির
ফরাসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা। রক্ষণভাগে শক্তি হারিয়ে যেন ম্যাচ থেকেই
ছিটকে যায় অতিথি দল।
পিএসজিকে দ্বিতীয় গোল এনে দেন নেইমার। ৩৯তম মিনিটে ডি মারিয়ার পাসে
ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে গোলটি করেন ব্রাজিলিয়ান এই
ফরোয়ার্ড।
বিরতিতে যাওয়ার ঠিক আগে তৃতীয় গোল পায় স্বাগতিক দল। বল ধরতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে বসেন এতিয়েনের গোলরক্ষক জেসে মলিন।
বিরতির পর পরই জ্বলে ওঠেন ইকার্দি। আট মিনিটের ব্যবধানে দুটি গোল করে
হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে অতিথি দলের
কফিনে শেষ পেরেক ঠুকেন এমবাপে। ছোট ডি-বক্সে পাস দিয়ে এই গোলে বড় অবদান
রাখেন ইকার্দি।
ম্যাচের ৭০তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় এতিয়েনের
মিডফিল্ডার ইয়োহান কাবাইয়ে। তবে পরের মিনিটেই হেডে দলকে সান্ত্বনাসূচক গোল
এনে দেন ফরাসি এই খেলোয়াড়। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি।
0 coment rios: