গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহী গোদাগাড়ীতে ৪০০ গ্রাম হেরোইনসহ মোঃ ওলিউল্লাহ ওরফে মুরশালিন (৪০)নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গোদাগাড়ী মডেল থানাধীন জামাদান্নী (পাঁচগাছি) গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, চাবিসহ ১টি মোটর সাইকেল, ১টি মোবাইল ও ২টি সীমকার্ড জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বড়গাছি গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে মোঃ ওলিউল্লাহ ওরফে মুরশালিন।
অভিযান পরিচালনা করেন র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।
র্যাব-৫ জানায়, সে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে এবং সে উক্ত মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
0 coment rios: