ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বোলারদের দাপটের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৪ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বিকেএসপি'র তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে শেখ জামাল। দলটির হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রবিউল ইসলাম রবি।
এছাড়া ৩৯ রান আসে অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটে। আর ২০ রান করেন ওপেনার সাইফ হাসান। এই তিনজন ছাড়া দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি শেখ জামালের কোনো ব্যাটার।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে চার উইকেট নেন রাহাতুল ফেরদোস। দুটি করে উইকেট নেন নাঈম হাসান এবং হাসান মুরাদ।
লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ ওভারে ১৩২ রানে অলআউট হয় শাইনপুকুর। শেখ জামালের কোণঠাসা ব্যাটিংয়ে শুরু থেকেই আসা যাওয়ায় ব্যস্ত ছিলেন শাইনপুকুরের ক্রিকেটাররা। ব্যাটার সাজ্জাদুল হক রিপন দল জেতানোর চেষ্টা করলেও সঙ্গীর অভাবে হারতে হয় তাদের।
রিপন অপরাজিত থাকেন ৩৮ রানে। এছাড়া অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৩১ ও তাসামুল হক ২৪ রান করেন। শেখ জামালের হয়ে চার উইকেট নেন সানজামুল ইসলাম। তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন তাইবুর রহমান।
0 coment rios: