Showing posts with label খেলাধুলা. Show all posts
Showing posts with label খেলাধুলা. Show all posts

Thursday, June 23, 2022

বায়ার্ন মিউনিখে ৩ বছরের চুক্তিতে  সাদিও মানে

বায়ার্ন মিউনিখে ৩ বছরের চুক্তিতে সাদিও মানে




সাদিও মানেকে দলে নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলো বায়ার্ন মিউনিখ। ৩ বছরের জন্য তাকে দলে নিতে বাভারিয়ানদের খরচ প্রায় ৪ কোটি ইউরো। সাদিও মানের মত ইংলিশ লিগ ছেড়ে গেলেন রোমেলো লুকাকুও। ৮ মিলিয়ন ইউরোতে চেলসি থেকে পুরানো ক্লাব ইন্টার মিলানে ফিরে গেলেন এই বেলজিয়ান ফরোয়ার্ড।

৬ দিন আগে সাদিও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আভাস দিয়েছিলেন বায়ার্নই হতে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য। কিন্তু ধোঁয়াশা ছিল কিছুটা। সেই শঙ্কা কাটিয়ে এবার ঘোষণা দিলো বুন্দেসলিগার রেকর্ড টানা ১০ম চ্যাম্পিয়নরা।

অলরেডদের সাথে মানের চুক্তি বাকি ছিল আরও এক বছর। কিন্তু বাভারিয়ানদের নজর ছিল এই সেনেগালের ফরোয়ার্ডের ওপর। তাই তো ৪ কোটি ইউরোতে দলে ভেড়াতে দেরি করেনি জার্মান চ্যাম্পিয়নরা।

সাদিও মানে বলেন, অবশেষে বায়ার্ন মিউনিখে আসতে পেরে আমি খুশি। শুরু থেকেই আমার এই ক্লাবের প্রতি আগ্রহ ছিল। এ জন্য আমার মধ্যে কোনো সংশয় ছিল না। এই ক্লাবের চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। অনেক কিছু অর্জন করার আছে এখানে থেকে।

এবারের মৌসুমে ৩য় ফুটবলার হিসেবে সাদিও মানেকে দলে নিলো বায়ার্ন মিউনিখ। ক্লাবটির সভাপতি মনে করেন তার বায়ার্নে যোগ দেয়া আরও আকর্ষণীয় করে তুলবে বুন্দেসলিগাকে।

২০১৬ সালে ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে সাউদাম্পটন থেকে পাঁচ বছরের চুক্তিতে লিভারপুলে এসেছিলেন মানে। ক্লাবটির হয়ে ২৬৯ ম্যাচ খেলে ১২০ গোল করেছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। এছাড়া ৩৮ গোলে অবদান আছে তার।

Tuesday, June 7, 2022

 বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে

বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে



বুধবার (৮ জুন) সকালে পাকিস্তান থেকে বাংলাদেশ এসে পৌঁছাবে ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি। প্রায় আড়াই দিন বা ৬০ ঘণ্টা ট্রফিটি বাংলাদেশে অবস্থান করবে বলে জানা গেছে।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে বিভিন্ন দেশ পরিভ্রমণে বের হয় ট্রফিটি। বুধবার সকালে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন ও নির্বাহী কর্মকর্তাগণ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ট্রফিটি গ্রহণ করবেন। সেখান থেকে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে ট্রফিটি প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সন্ধ্যা ৭ টায় প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে যাবে ট্রফিটি।

Tuesday, May 17, 2022

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ


নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর আগামী অক্টোবর-নভেম্বরে বসবে অস্ট্রেলিয়ায় । এর আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে নিউজিল্যান্ড ও বাংলাদেশের খেলা নিশ্চিত।

মঙ্গলবার তৃতীয় দল সম্পর্কেও ধারণা পাওয়া গেল, দলটি হতে পারে পাকিস্তান। এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে বেশ কিছু ম্যাচ খেলবে বাংলাদেশ। এর মধ্যে কিছু ম্যাচ এই ত্রিদেশীয় সিরিজের। এ ছাড়া অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করা হবে বলে জানিয়েছেন জালাল ইউনুস। 

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট দেখতে চট্টগ্রামেই আছেন বিসিবির এই পরিচালক। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলার এক ফাঁকে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, 'আমাদের কতগুলো টি-টোয়েন্টি ম্যাচ আছে। ১৬টির বেশি ম্যাচ আমরা খেলব।

অনেক প্রস্তুতি, আমাদের জন্য এটা আলাদা ক্যাম্প লাগছে না। কারণ আমরা খেলার মধ্যেই আছি। যেটা আমরা করছি যে, ওখানে যাওয়ার আগে আমরা অ্যাডিলেডে একটা ক্যাম্প করব।'

ত্রিদেশীয় সিরিজটি নিউজিল্যান্ডে হলেও আগে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ। অ্যাডিলেডে হবে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প, এ সময় বিগ ব্যাশের দল রেডব্যাকসের সঙ্গে অনুশীলন ম্যাচও খেলবে বাংলাদেশ। এরপর ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে তারা। সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্যে আবার অস্ট্রেলিয়ায় ফিরবে বাংলাদেশ।

জালাল ইউনুস বলেন, 'আমরা বিশ্বকাপের বেশ আগেই অস্ট্রেলিয়াতে চলে যাবো। অ্যাডিলেডে ১০ দিনের ক্যাম্পে অংশ নেব। ওখানে বিগ ব্যাশের দল রেডব্যাকসের সঙ্গে বেশ কিছু অনুশীলন ম্যাচ খেলব। এরপর আমরা চলে যাব নিউজিল্যান্ডে। যেখানে আমরা ত্রিদেশীয় সিরিজ খেলব। হয়তো ক্রাইস্টচার্চে ম্যাচগুলো অনুষ্ঠিত। মিনিমাম ৪টা করে ম্যাচ হবে ওখানে। তৃতীয় দল পাকিস্তান হতে পারে, এখনও চূড়ান্ত হয়নি।'

Friday, April 1, 2022

 ৩৬৭ রানে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ

৩৬৭ রানে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ

 


 বাভুমার উইকেট পেতে খালেদের আবেদন

ডারবানের কিংসমিডে টেস্টের প্রথম দিনটা নিজেদের করতে পারেনি বাংলাদেশ দল। টস জয়ের ফায়দা কাজে লাগাতে ব্যর্থ টাইগার পেসাররা। ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৩৩ রান তুলে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। সফরকারী দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর চোখে যা ছিল দুই দলের ‘সমান’ অবস্থান।

শুক্রবার (১ এপ্রিল) সকালে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার প্রত্যাশা ছিল সফরকারী দলের। বোলাররা সেই পরিকল্পনায় সফল। ৩৬৭ রানে গুটিয়ে দিয়েছেন স্বাগতিকদের।

প্রথম দিনের খেলা শেষে ডমিঙ্গো বলেছিলেন, যত দ্রুত সম্ভব আটকাতে চান প্রতিপক্ষে। বাংলাদেশি বোলাররা সে পথেই হাঁটলেন। ম্যাচের দ্বিতীয় দিনে মাত্র ১৩৪ রান দিয়ে ৬ উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে প্রথম ইনিংসে ৩৬৭ রানে অলআউট করে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদরা যেন জানান দিলেন, কেন তাদের নিয়ে এত আলোচনা চারিদিকে।

স্বাগতিক শিবিরের ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড দ্বিতীয় দিনের সকালেই ভেঙে দেন সফরকারী বোলাররা। গলার কাঁটার মতো বিঁধে থাকা টেম্বা বাভুমাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৭ রানের আক্ষেপে পুড়ে ৯৩ রানে বিদায় নেন তিনি। আগের দিনের ২৭ রানে অপরাজিত কাইল ভেরেইনা আজ আউট হয়েছেন তার সঙ্গে মাত্র ১ রান যোগ করে, অর্থাৎ ২৮ রানে। সব শেষ স্বীকৃত ব্যাটসম্যান কেশভ মহারাজ ১৯ রানে বিদায় নেন। এতে বড় সংগ্রহের স্বপ্নে ভাটা পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার।

৮ উইকেট হারিয়ে ৩১৪ রানের সংগ্রহ নিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে প্রোটিয়ারা। লিজাড উইলিয়ামস ৬ এবং সিমন হারমার ৮ রানে অপরাজিত থেকে দ্বিতীয় সেশনের খেলা করেন। তাদের আগের সেশনের অবিচ্ছেদ্য ১৬ রানের জুটি বেশি বাড়তে দেননি খালেদ আহমেদ। ১২ রানে থাকা উইলিয়ামসকে ফেরান দুর্দান্ত এক ডেলিভারিতে। তাতে অবশ্য ফিল্ডার জয়ের অবদান আছে ঢের। এই জুটি ভাঙে ৩৪ রানে।

৩৩২ রানে ৯ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা পরে সাড়ে তিনশ রানের কোটা পার করে লেজের দিকের দুই ব্যাটসম্যান হারমার আর ডুয়ান অলভিয়ারের ব্যাটে। শেষদিকে বাংলাদেশ দলের জন্য অস্বস্তি হয়ে ওঠা দশম উইকেটে এই জুটি থেকে আসে ৩৪ রান। পরে অলভিয়ারকে ১২ রানে ফিরিয়ে প্রোটিয়াদের ইনিংস থামান মিরাজ। ৩৬৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৩৮ রানে অপরাজিত থাকেন হারমার।

বাংলাদেশি পেসার খালেদ আহমেদ এমনিতে ছায়ায় পড়ে থাকেন তাসকিন, এবাদত, শরিফুল, রাহিদের। দেশের মাটিতে ৩ পেসার খেলানোর ভাবনা বিলাসিতার মতো। দেশের বাইরে ৩ পেসার খেলালেও সাইড বেঞ্চেই জায়গা হয় খালেদের। এবার শরিফুলের ইনজুরির ভাগ্যের দুয়ার খুলেছে তার। সুযোগ পেয়েই বাজিমাত ডানহাতি পেসারের। নিখুঁত লাইং-লেন্থ আর গতিতে নাকাল করেছেন প্রোটিয়া ব্যাটসম্যানদের। ক্যারিয়ার সেরা বোলিংয়ে একাই নিয়েছেন ৪ উইকেট। খালেদের ৪ উইকেটের সঙ্গে মিরাজ ৩টি এবং এবাদত নিয়েছেন ২ উইকেট।

Sunday, March 27, 2022

আবারও বিশ্বকাপে যেতে ব্যর্থ চারবারের চ্যাম্পিয়ন ইতালি

আবারও বিশ্বকাপে যেতে ব্যর্থ চারবারের চ্যাম্পিয়ন ইতালি

 


ব্রাজিলের পর জার্মানির সঙ্গে যৌথভাবে চারবার শিরোপা জিতে ফিফা বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় সফলতম দল ইতালি। তবে ২০১৭ সালে বাছাইপর্বের প্লে-অফে সুইডেনের কাছে হেরে যাওয়ায় রাশিয়ায় অনুষ্ঠেয় ২০১৮ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছিল তারা।

এরপর রবার্তো মানচিনির অধীনে আমূল বদলে গিয়েছিল ইতালি। গত বছর জিতে নিয়েছিল ইউরো চ্যাম্পিয়নশিপ। উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের কাছে পরাজিত হওয়ার আগে প্রায় তিন বছর ধরে ৩৭ ম্যাচে হারের মুখ দেখেনি আজ্জুরিরা।

ধারণা করা হচ্ছিল ১৯৫৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে না পারার ব্যর্থতা ঘোচাবে ইতালি। কিন্তু এবারেও তা হলো না। বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলে সর্বশেষ দুই ম্যাচে ড্র করে নিজ গ্রুপে দ্বিতীয় হওয়ায় এবারও প্লে-অফ বাধার মুখে পড়তে হয় রবার্তো মানচিনির শিস্যদের।

বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ নতুন ফরম্যাট অনুযায়ী সি গ্রুপের সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছে ০-১ গোলে পরাজিত হয়ে টানা দ্বিতীয়বারের মতো ফুটবলের বিশ্বমঞ্চে দর্শক হয়ে থাকতে হবে আজ্জুরিদের।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে পালের্মোয় বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ইতালি। ঘরের মাঠে নিজেদের দর্শকের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬৬% বল পজিশন আর গোলমুখে ৩২টি শট (যার মধ্যে ৫টিই ছিল লক্ষ্যে) ইতালির দাপুটে ফুটবলের সাক্ষ্যই দেয়।

কিন্তু ফুটবলে শুধু মাঠের দাপট দিয়ে জয় পাওয়া যায় না, দরকার হয় সুযোগ কাজে লাগানোরও। কারণ গোলের খেলা ফুটবলে দিনশেষে গোল দিয়েই খেলার জয়-পরাজয় নির্ধারিত হয়। এখানেই একদিকে যেমন ইতালীয়রা মার খেয়েছে, অন্যদিকে বাজি মেরে দিয়েছে উত্তর মেসিডোনিয়া।

Saturday, March 26, 2022

রেসলিংকে বিদায় বললেন ট্রিপল এইচ

রেসলিংকে বিদায় বললেন ট্রিপল এইচ


  


রেসলিংয়ের রিংকে বিদায় বলে দিলেন পল মাইকেল লেভেস্ক। রেসলিংয়ে যিনি ট্রিপল এইচ নামে পরিচিত। হার্টের সার্জারির পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

২০১৯ সালে ডব্লিউডব্লিউইয়ের হল অব ফেমে জায়গা পান এইচ। ৯০ এর দশকে জেনারেশন এক্সের হয়ে রেসলিংয়ে আসেন তিনি। পাঁচবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন তিনি। এছাড়া সমান সংখ্যকবার জিতেছেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন ও দুটি রয়্যাল রম্বেল ম্যাচ।

ট্রিপল এইচ বলেন, ‘আমি আর কখনোই রেসলিং করব না। প্রথম ব্যাপার হচ্ছে, আমার বুকে একটা ডিফিব্রালেটর হয়েছে। আপনি জানেন, এই অবস্থায় টিভিতে আবারও আমার রেসলিংয়ে নামা ঠিক হবে না।’

তিনি বলেন, ‘আমাদের তিন মেয়ে, ওদের বয়স ১৫, ১৩ ও ১১। জানেনই তো, সারা জীবন ওরা দেখে এসেছে ওদের বাবা অনেক শক্তিশালী। তাদের শক্তিশালী বাবাই হুট করে অসুস্থ হয়ে গেল, হাসপাতালে চলে গেল—ব্যাপারটা ওদের কেমন লাগতে পারে। আমার মনে হয় না ওরা বুঝতে পেরেছে আমার খারাপ কিছু হলে ভবিষ্যতে কী হতে পারে।’

শেষ ম্যাচে আর্জেন্টিনার বড় জয়

শেষ ম্যাচে আর্জেন্টিনার বড় জয়





বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের ঘরের মাঠে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা। জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেলেন অধিনায়ক লিওনেল মেসি।

শনিবার বাংলাদেশ সময় ভোরে লা বোম্বোনেরায় খেলা ম্যাচটিতে ভেনেজুয়েলাকে পাত্তাই দেয়নি লিওনেল স্কালোনির শিষ্যরা। মেসির আগে অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকো গনজালেজ করেছেন একটি করে গোল, জোড়া এসিস্ট রদ্রিগো ডি পলের।

আন্তর্জাতিক ফুটবলে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সবশেষ ২০১৯ সালের জুলাইয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল তারা।

আর্জেন্টিনার জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষ বছর পার করছেন লিওনেল মেসি। আজ নিজ দেশের মাটিতে শেষবারের মতো অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচটাও খেলে ফেললেন আর্জেন্টাইন অধিনায়ক। কারণ আগামী বিশ্বকাপেই হতে যাচ্ছে আলবিসেলস্তেদের হয়ে মাঠে তার শেষ উপস্থিতি। ইঙ্গিতটা তিনি নিজেই দিলেন।

কাতার-২০২২ বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করা দলটির বাছাইয়ে বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনও অনির্ধারিত। অন্য ম্যাচে বুধবার (৩০ মার্চ) ভোরে ইকুয়েডরের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

এখন পর্যন্ত খেলা ১৬ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে পাওয়া ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট।

ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৩-১ গোলে জিতেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচের মতো আজও পূর্ণ আধিপত্য ছিল আলবিসেলেস্তেদের। ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিলো মেসিদের পায়েই। গোলের জন্য তারা শটও করে ১৬টি। লক্ষ্য বরাবর থাকে ৬টি।

প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৩৫ মিনিট পর্যন্ত। মেসি-হোয়াকিন কোররেয়াদের প্রচেষ্টা ফিরিয়ে দিলেও, নিকো গনজালেজ ঠিকই আদায় করে নেন গোল। ডি-বক্সের বাম পাশ থেকে মাঝে পাস দিয়েছিলেন ডি পল। বাকি কাজ সহজেই সারেন নিকো।

এরপর দ্বিতীয়ার্ধে আর মিলছিল না গোলের দেখা। মনে হচ্ছিল এক গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হবে আর্জেন্টিনাকে। তবে ৭০ মিনিটের মাথায় বদলি হিসেবে নেমে ম্যাচের গতিই বাড়িয়ে দেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

প্রথমে ৭৯ মিনিটের মাথায় ডি পলের পাস ধরে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে লব করে গোল দেন ডি মারিয়া। মিনিট তিনেক পর তার বুদ্ধিদীপ্ত পাসে ছয় গজের বক্সের কাছ থেকে ডান পায়ের আলতো ভলিতে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।

Thursday, March 24, 2022

ঐতিহাসিক সিরিজ জয়ে ক্রিকেটারদের পুরস্কার ঘোষণা

ঐতিহাসিক সিরিজ জয়ে ক্রিকেটারদের পুরস্কার ঘোষণা

 





দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাঠে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারানোয় বিসিবি ক্রিকেটারদের ৩ কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে। বুধবার সেঞ্চুরিয়নের দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দেয় বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে। 

দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে থাকা ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, খেলা শেষে বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম। আমার স্পিকার অন করে দিয়েছিলাম। পুরো দলের সঙ্গে কথা বলেছেন। সিরিজ জেতা ভিন্ন কিছু। একটা ঘোষণা হয়েছে এখানে। খেলোয়াড়রা তাৎক্ষণিক বোর্ড প্রেসিডেন্টের কাছ থেকে কিছু একটা শুনতে চেয়েছিল। বিসিবি সভাপতি তিন কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন খেলোয়াড়দের জন্য।

প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিতে শুধু ইতিহাস নয় বরং আইসিসি ওয়ানডে সুপার লিগে অনেক এগিয়ে গেল বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পয়েন্ট ১২০। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে রাজত্ব করা টাইগারদের এবার বিশ্বকাপে বিনা বাঁধায় খেলা প্রায়ই নিশ্চিত।

ওয়ানডে সিরিজ আগে অনেকবারই জেতা হয়েছে বাংলাদেশের। তবে বেশিরভাগই ছিল ঘরের মাঠে। ঘরের বাইরে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বড় দলগুলোর বিপক্ষে আসেনি সিরিজ জেতার সাফল্য। দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়কে তাই সবার উপরে রেখেছেন অধিনায়ক তামিম ইকবাল। 

ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানেরও মনে হচ্ছে এটা অবিশ্বাস্য কিছু, এই সিরিজ জয়ের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। নিশ্চিতভাবে এটা ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো এটা অবিশ্বাস্য। তারা কিছুদিন আগে ভারতকে হারিয়েছে। এখানে এসে সিরিজ জিতেছি অবশ্যই এটা বড় প্রাপ্তি।

Tuesday, March 22, 2022

 শেখ জামালের জয় বোলারদের কল্যাণে

শেখ জামালের জয় বোলারদের কল্যাণে


  


ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বোলারদের দাপটের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ১৪ রানে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

বিকেএসপি'র তিন নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে শেখ জামাল। দলটির হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন রবিউল ইসলাম রবি।

এছাড়া ৩৯ রান আসে অধিনায়ক ইমরুল কায়েসের ব্যাটে। আর ২০ রান করেন ওপেনার সাইফ হাসান। এই তিনজন ছাড়া দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি শেখ জামালের কোনো ব্যাটার।

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে চার উইকেট নেন রাহাতুল ফেরদোস। দুটি করে উইকেট নেন নাঈম হাসান এবং হাসান মুরাদ।

লক্ষ্য তাড়া করতে নেমে ৪৪ ওভারে ১৩২ রানে অলআউট হয় শাইনপুকুর। শেখ জামালের কোণঠাসা ব্যাটিংয়ে শুরু থেকেই আসা যাওয়ায় ব্যস্ত ছিলেন শাইনপুকুরের ক্রিকেটাররা। ব্যাটার সাজ্জাদুল হক রিপন দল জেতানোর চেষ্টা করলেও সঙ্গীর অভাবে হারতে হয় তাদের।

রিপন অপরাজিত থাকেন ৩৮ রানে। এছাড়া অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৩১ ও তাসামুল হক ২৪ রান করেন। শেখ জামালের হয়ে চার উইকেট নেন সানজামুল ইসলাম। তিনটি উইকেট নিজের ঝুলিতে তোলেন তাইবুর রহমান।

Saturday, March 19, 2022

দারুণ জয়ে সিরিজ শুরু টাইগারদের

দারুণ জয়ে সিরিজ শুরু টাইগারদের

 


জয়ে সিরিজ শুরু করল টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিল টিম বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাঠে স্বাগতিকদের বিরুদ্ধে এটিই প্রথম জয়।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানে জিতেছে বাংলাদেশ। এর আগে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান করে টাইগাররা। এর জবাবে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে ২৭৬ রান করে।

ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও কোনো জয় পায়নি টাইগাররা। ২০তম ম্যাচে এসে অবশেষে অধরা জয়ের দেখা পেল বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করে লিটন দাস-সাকিব আল হাসান ও ইয়াসির আলির হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের। জবাবে প্রোটিয়াদের ২৭৬ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলাররা।

এই জয়ে বিশ্বকাপ সুপার লিগের টেবিলে ১৬ ম্যাচে অংশ নিয়ে ১১ জয় ও ৫ হারে ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো বাংলাদেশ। আর ১১ ম্যাচে ৩ জয়, ৬ হার ও ২টি পরিত্যক্ত ম্যাচের কারণে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে দক্ষিণ আফ্রিকা।

টাইগারদের দেওয়া বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা। আর তাদের বিপদে ফেলেন পেসার তাসকিন আহমেদ। তিনি দলীয় অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে উইকেট তুলে নেন।

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। তিনি ওপেনার জানেমান মালানকে মাত্র ৪ রানে আউট করে দেন। ওই সময়ে দক্ষিণ আফ্রিকার দলীয় রান ছিল ১৮।

প্রোটিয়া শিবিরে দ্বিতীয় আঘাতটি হানেন তাসকিন দলীয় ৩৬ রানের মাথায়। এ সময় তিনি ওপেনার কাইল ভেরেন্নেকে এলবিডব্লিউ আউট করেন। এরপর এই ৩৬ রানের সময়ই এইডেন মাক্রামকে ক্যাচ আউট করেন। মাক্রামের ক্যাচটি দুর্দান্তভাবে তালুবন্দি করেন মেহেদি হাসান মিরাজ।

এর পর জুটি গড়েন রাসি ফন ডার ডাসেন ও ডেভিড মিলার। তাদের বিপজ্জনক জুটিটেও ভাঙেন তাসকিন। এ জুটি ভাঙতে একের পর এক বোলার বদলাচ্ছিলেন তামিম ইকবাল।

তাসকিনের অফ স্টাম্পের অনেক বাইরের ছোড়া বল হাঁটু গেড়ে লেগে ঘুরান ফন ডার ডাসেন। আর ছুটে গিয়েই বলটি তালুবন্দি করেন ইয়াসির। আর এতে ভেঙে যায় ৭০ রানের জুটি। সর্বশেষ ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১৯৯।

এর আগে প্রথম ম্যাচটিতে টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন সাকিব আল হাসান। অন্যদিকে সমান ৫০ রান করে করেছেন ইয়াসির আলী ও লিটন দাস।

ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নামে টাইগাররা। শুরুতেই বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তারা ওপেনিং জুটিতে করেন ৯৫ রান। এরপর চতুর্থ উইকেটের জুটিতে দলের রানের খাতায় ১১৫ রান যোগ করেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী।

তামিম দলীয় ৯৫ রানের সময় ৬৭ বল খেলে ৪১ রান করে আউট হন। এরপর লিটন দাস হাফ সেঞ্চুরি পূর্ণ করেই সাজঘরে ফেরেন। তিনি আউট হন দলীয় ১০৫ রানের সময়।

পর পর দুটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ আরও বাড়ে যখন দলীয় ১২৪ রানের সময় মুশফিকুর রহিম মাত্র ৯ রান করে আউট হন।

কিন্তু এরপরই দলের হাল ধরেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী। তারা দুইজন মিলে রানের সংখ্যা বাড়াতে থাকেন।

সাকিব থামেন দলীয় ২৩৯ রানের মাথায়। সাকিব বিদায় নেওয়ার পর ইয়াসিরও দ্রুতই সাজঘরে ফেরেন। তিনি ২৩৪ রানের সময় আউট হন।

সাকিব ও ইয়াসির আউট হওয়ার আগে বাংলাদেশ বড় সংগ্রহের দিকেই আগাচ্ছিল। কিন্তু তারা দুইজন কম সময়ের মধ্যে আউট হয়ে যাওয়ার পর রানের গতি কিছুটা কমে যায়। কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা শেষ দিকে দ্রুত রান তুলে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।

শেষ দিকে ব্যাট করতে নামা মেহেদি হাসান মিরাজ ১৩ বল খেলে ১৯ রান করেন। মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ বল খেলে ২৫ রান করেন। তাছাড়া আফিফ ১৩ বলে ১৭ ও তাসকিন ৫ বলে ৭ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন মার্কো জেনসন ও কেশভ মহারাজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩১৪/৭ (তামিম ৪১, লিটন ৫০, সাকিব ৭৭, মুশফিক ৯, ইয়াসির ৫০, মাহমুদউল্লাহ ২৫, আফিফ ১৭, মিরাজ ১৯*, তাসকিন ৭*; এনগিডি ১০-১-৭৫-১, রাবাদা ১০-০-৫৭-১, ইয়াসেন ১০-১-৫৭-২, মহারাজ ১০-০-৫৬-২, ফেলুকওয়ায়ো ১০-১-৬৩-১)

দক্ষিণ আফ্রিকা: ৪৮.৫ ওভারে ২৭৬ (ভেরেইনা ২১, মালান ৪, বাভুমা ৩১, মারক্রাম ০, ফন ডার ডাসেন ৮৬, মিলার ৭৯, ফেলুকওয়ায়ো ২, ইয়ানসেন ২, রাবাদা ১, মহারাজ ২৩, এনগিডি ১৫*; সাকিব ১০-০-৫৪-০, শরিফুল ৮-০-৪৭-২, তাসকিন ১০-১-৩৬-৩, মুস্তাফিজ ১০-০-৫০-০, মিরাজ ৯-০-৬১-৪, মাহমুদউল্লাহ ১.৫-০-২৪-১)

Sunday, March 13, 2022

সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন

সাকিব দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন


দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন সাকিব
সাকিব আল হাসান ● ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে সাকিব আল হাসান রোববার (১৩ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেবেন।

শনিবার (১২ মার্চ) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবির প্রধান নাজমুল হাসানের সঙ্গে এক ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সাকিব নিজেই। 

বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষে সাকিব সাংবাদিকদের বলেন, যেহেতু তিন সংস্করণেই আছি, তিন সংস্করণেই সব সময় দল ডাকলে খেলার জন্য প্রস্তুত থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন বিশ্রাম দেয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি থাকবো। 

বোর্ড সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, সাকিব সব সংস্করণে খেলতে ইচ্ছুক বলে জানিয়েছেন তাকে এবং এই দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। 

এটা তাকে পরশুই বলেছে জানিয়ে নাজমুল হাসান পাপন জানান, তারপর সাকিবকে ঠাণ্ডা মাথায় ভেবে আমাকে জানাতে বলেছেন এবং পরে বোর্ডে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাওয়ায় সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। সে কারণে ইতোমধ্যেই সাকিবকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা সফরে রওনা হয়ে গেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সাকিবের থাকা-না থাকার এই বিতর্কের দ্রুত অবসান চেয়ে নাজমুল হাসান বলেন, ‘এই বিতর্কের এখানেই অবসান হোক। সাকিব সব ফরম্যাট খেলতে চায় এবং বোর্ড এটা মেনে নিয়েছে। এখানে থাকাই ভালো।’ 

Friday, March 11, 2022

৮০০ কোটি রুপিতে বিক্রি আইপিএলের স্পন্সরশিপ

৮০০ কোটি রুপিতে বিক্রি আইপিএলের স্পন্সরশিপ



ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই কাড়ি কাড়ি অর্থের বিনিয়োগ। সে কারণে বিশ্বের সবচেয়ে জাঁকজমক ও সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের তকমা এর নামের পাশে। এবারের আসরের স্পন্সরশিপ এরই মধ্যে বিক্রি করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর এর মাধ্যমে প্রায় ৮০০ কোটি রুপি আয় করেছে বিসিসিআই।

টাইটেল স্পন্সরশিপ বিক্রি করেই ৫০০ কোটি রুপি আয় করেছে সংস্থাটি। এর মধ্যে বিসিসিআইকে প্রতি বছর ৩৩৫ কোটি রুপি করে টাটা গ্রুপ, এর সঙ্গে এক্সিট ফিস বাবদ তাদের আরও দিতে হচ্ছে ২০০ কোটি রুপি। এর আগে আইপিএলের টাইটেল স্পন্সর বিক্রি করে কখনই এত অর্থ আয় করেনি বিসিসিআই।

আর স্পন্সর হিসেবে এবার রুপে আর সুইগির সঙ্গে চুক্তিবদ্ধ করেছে বিসিসিআই, এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই দুটি প্রতিষ্ঠানের কাছ থেকেই বিসিসিআই পেয়েছে ৮৬ কোটি রুপি।

এবারই প্রথম আইপিএলের অফিসিয়াল পার্টনার হিসেবে ৮টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে বিসিসিআই। টাইটেল স্পন্সর বাদেও বাকি পার্টনারদের কাছ থেকে ভারতীয় বোর্ডের আয় ৩০০ কোটি রুপির মতো। এর মধ্যে ড্রিম ইলেভেন থেকে ৪৮ কোটি রুপি, ইউ অ্যাকাডেমি থেকে ৪৬ কোটি রুপি ও ক্রেড থেকে ৪৪ কোটি রুপি পাবে বিসিসিআই।

এছাড়া আপস্টক্স ৪২ কোটি রুপি, রুপে ৪২ কোটি রুপি, সুইগি ৪২ কোটি রুপি, পেটিএম ২৮ কোটি রুপি, সিয়েট ২৮ কোটি রুপি দেবে তাদের। বিসিসিআইয়ের সদস্য সচিব জয় শাহ নতুন স্পন্সর পাওয়ার ব্যাপারে নিশ্চিত করলেও কী পরিমাণ অর্থ তারা আয় করেছে সেটা খোলাসা করেননি তিনি।

এ প্রসঙ্গে জয় শাহ বলেন, ‘আইপিএলের যে নিজস্ব একটা ব্র্যান্ড ভ্যালু আছে সেটা দেখা যাচ্ছে। নতুন স্পন্সর পেয়ে আমরা খুব খুশি। মোট কত টাকা আমরা আয় করেছি সেটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তবে এ বছর আমরা স্পন্সরশিপ থেকে রেকর্ড অর্থ পেয়েছি।’

Thursday, March 10, 2022

সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দিল বিসিবি

সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দিল বিসিবি

 

সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে ছুটি দিল বিসিবি

বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজের সময় খেলতে না চেয়ে নানা ঘটনা জন্ম দেয়া যেন সাকিবের নিয়মিত কাজ। এবার তাই তার বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ লক্ষ্যে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
 
বুধবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি। সাকিব বিশ্রাম চেয়েছে বলেই তাদের এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

জালাল ইউনুস বলেন, আমরা চাই সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক। কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, আগামীকাল রাতে সাকিব দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু তার সঙ্গে আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সে আলোচনায় বিসিবি সাকিবের কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইবে।

Wednesday, March 9, 2022

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই মাসের ছুটিতে সাকিব

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুই মাসের ছুটিতে সাকিব



দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে দেশের ক্রিকেট অঙ্গনে। সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে আদৌ যাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা ছিলই। অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রামে থাকবেন সাকিব।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ফলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে পাচ্ছে না বাংলাদেশ।

জালাল ইউনুস বলেন, 'সে যেহেতু বলছে মানসিক ও শারীরিকভাবে ঠিক না, তাই তাকে বিশ্রাম দেয়া উচিত। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিশ্রাম নেওয়ার জন্য আমরা অনুমতি দিয়েছি। আমরা তাকে জানিয়েছি এই ৩০ তারিখ পর্যন্ত সে বিশ্রাম নিতে পারে। সবধরনের ক্রিকেট থেকে সে বিশ্রামে থাকবে।'

তিনি বলেন, 'দক্ষিণ আফ্রিকা সফরটি এপ্রিলের ১৪-১৫ তারিখ পর্যন্ত। সে যেহেতু বিশ্রাম চেয়েছে, আমরা তাকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম নিতে বলেছি। সে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সে একজন অলরাউন্ডার। তার আরও সার্ভিসের দরকার আছে আমাদের। সামনে টি-টুয়েন্টি বিশ্বকাপ আছে। সে তাই বিশ্রামের কথা বার বার বলেছে। সে কথা চিন্তা করেই আমরা তাকে ৩০ তারিখ পর্যন্ত বিশ্রাম দিয়েছি।'

এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার জন্য মানসিকভাবে ও শারীরিকভাবে প্রস্তুত নন বলে জানিয়েছিলেন সাকিব। এই অলরাউন্ডারের এমন মন্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সাকিবকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য দুইদিনের সময় বেঁধে দিয়েছিল বিসিবি। এরই মধ্যে বিসিবিকে নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন তিনি। এরপর বিসিবি তার বিশ্রামের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে।


Sunday, March 6, 2022

 রাজশাহীতে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট    টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহীতে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন




রাজশাহীতে বর্ণিল আয়োজনে শুরু হলো বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্ট এর ২য় আসর। রোববার সকাল সাড়ে ১০টায় নগরীর লালনশাহ পার্ক মুক্তমঞ্চে ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের কো-অর্ডিনেটর তৌরিদ আল মাসুদ রনি, ওয়ালটন গ্রুপের উপ-সহকারী পরিচালক (প্লাজা সেল্ধসঢ়;স এন্ড ডেভেলপমেন্ট) আবু রাফা মো. নাঈম, আরএমপি‘র ডিসি (বোয়ালিয়া) সাজিদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ক্রীড়াঙ্গনের সূতিকাগার রাজশাহী। এখান থেকে অতীতে অনেক খেলোয়াড় ফুটবল ও ক্রিকেটে জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করেছে। আমরা স্বপ্ন দেখি রাজশাহীর ক্রীড়াঙ্গনের সেই অতীত ঐতিহ্য আবারো ফিরে আসবে। আমরা প্রত্যাশা করি, এই টুর্নামেন্ট থেকে কিছু ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। পরবর্তীতে তাদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে সার্বিক সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষার্থীরা আরো বেশি জানতে পারে। খেলাধূলার পাশাপাশি তোমাদের (শিক্ষার্থীদের) বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানতে হবে। সিটি মেয়র আরো বলেন, নগরীতে খেলার মাঠ করার জন্য আমি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী আমার মেয়াদের মধ্যেই জেলা প্রশাসকের সহযোগিতায় অন্তত

দুইটি খেলার মাঠ তৈরি করে যেতে চাই। উল্লেখ্য, বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার মোট ৩২টি স্কুল অংশগ্রহণ করছে। টি-২০ ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে খেলা আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়াম ও হবিবুর রহমান হল মাঠে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

Saturday, March 5, 2022

অনন্য মাইলফলকে মাহমুদউল্লাহ

অনন্য মাইলফলকে মাহমুদউল্লাহ


 

মাহমুদউল্লাহ রিয়াদ


অনন্য মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে ২০০১ রানের মালিক বনে গেলেন তিনি! তবে রেকর্ডের দিনটিকে সেভাবে রাঙ্গাতে পারলেন না টাইগার ক্যাপ্টেন।

রশিদ খানের ওভারের প্রথম বলে সুইপ করে চার মেরে মাইলফলক অর্জন করেন রিয়াদ! ওভারের চতুর্থ বলে সেই সুইপ করতে গিয়েই এলবিডব্লু মাহমুদউল্লাহ। এবারও গুগলিই করেছিলেন রশিদ, কিন্তু টাইমিংয়ে ভুল করেছেন মাহমুদউল্লাহ। রশিদ এতটাই নিশ্চিত ছিলেন যে, আম্পায়ারের কাছে এলবিডব্লুর আবেদনও করেননি! বল পায়ে লাগতেই উল্লাস শুরু করেন।

বাংলাদেশের টি-টুয়েন্টি ইতিহাসে তার জায়গা সবার ওপর ছিল আগে থেকেই। এছাড়া টি-টুয়েন্টিতে হাজারের বেশি রান আছে পাঁচ জন ক্রিকেটারের। সে হিসেবে ১৯০৮ রান নিয়ে তার ঠিক পেছনেই রয়েছেন সাকিব আল হাসান। ১৭০১ রান নিয়ে তামিম ইকবাল আছেন তিনে। চতুর্থ স্থানে থাকা মুশফিকুর রহিমের রান ১৪৯৫। পঞ্চম স্থানে আছেন সৌম্য সরকার, তিনি করেছেন ১১৩৬ রান।

Friday, March 4, 2022

বিদায় কিংবদন্তি, বিদায় শেন ওয়ার্ন

বিদায় কিংবদন্তি, বিদায় শেন ওয়ার্ন


 

কিংবদন্তি শেন ওয়ার্ন


রডনি মার্শের মৃত্যুর শোক এখনো কাটিয়ে ওঠেনি অস্ট্রেলিয়ান ক্রিকেট। এরই মধ্যে অস্ট্রেলিয়া জানতে পারল, আরেক কিংবদন্তি শেন ওয়ার্নও চলে গেলেন না ফেরার দেশে।

ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা এই লেগ স্পিনার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

আজ ওয়ার্নের ম্যানেজমেন্ট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘শেনকে তার বাংলোয় অচেতন অবস্থায় পাওয়া গেছে। এরপর মেডিকেল দলের আপ্রাণ চেষ্টার পরেও তাকে আর ফেরানো যায়নি।’

সেখানে আরও যোগ করা হয়েছে, ‘তার পরিবার এই মুহূর্তে একা থাকতে চায়। এ বিষয়ে পরে আরও জানানো হবে।'

আজ বাংলাদেশ সময় ভোরে জানা গিয়েছিল, রডনি মার্শ আর নেই। সে খবর পাওয়ার ২৪ ঘণ্টাও পেরোয়নি এখনো। মার্শের মৃত্যুতে শোক জানিয়েছিলেন ওয়ার্ন নিজেও। তার মধ্যেই এলো এই খবর।

১৫ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে স্পিন জাদুতে, ঝুলিতে পুরেছেন ৭০৮ টেস্ট উইকেট। টেস্ট ক্যারিয়ার শেষ করেছিলেন ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড নিয়ে। সেই রেকর্ড পরে হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী মুত্তিয়া মুরালিধরনের কাছে। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এখনো তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী।

১৯৯২ সালে সিডনিতে টেস্ট অভিষেক তার। এরপর দুই ফরম্যাটেই সেরা হয়ে উঠতে সময় নেননি 'ওয়ার্নি'। অস্ট্রেলিয়ার ১৯৯৯ বিশ্বকাপের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত পাঁচটি অ্যাশেজও জিতেছেন ওয়ার্ন।

ফিফা ও উয়েফার বিরুদ্ধে অর্বিটেশন কোর্টে যাবে রাশিয়া

ফিফা ও উয়েফার বিরুদ্ধে অর্বিটেশন কোর্টে যাবে রাশিয়া



ইউক্রেনে রাশিয়ার চলমান সেনা অভিযানের জের ধরে ভয়াবহ প্রভাব পড়েছে পুতিনের দেশের ক্রীড়াঙ্গনে। ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বে রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছে সুইডেন, পোল্যান্ড ও চেক রিপাবলিক। এছাড়া রাশিয়ার আন্তর্জাতিক ফুটবল ম্যাচগুলোতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা ও উয়েফা। আসছে নানামুখী চাপ। চুপ থাকছে না রাশিয়াও।

আন্তর্জাতিক সংস্থাগুলোর এমন পদক্ষেপের বিরুদ্ধে খেলাধুলার অর্বিটেশন কোর্টে আপিল করবে রাশিয়ান ফুটবল ইউনিয়ন (আরএফইউ)। গতকাল বৃহস্পতিবার (৩ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

‘দুটি সংস্থার বিরুদ্ধে একটি আপিল করবে আরএফইউ। আমাদের দাবি ছেলে ও মেয়েদের জাতীয় দলকে পূর্বের সূচিতেই খেলতে দিতে হবে। এছাড়া তাদের সিদ্ধান্তের জন্য দলগুলো কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হলে ক্ষতিপূরণও দিতে হবে।’

‘রাশিয়ান ক্লাবগুলোকে বাতিল করার পেছনে ফিফা এবং উয়েফার কোনো বৈধ ভিত্তি নেই। তাদের এমন সিদ্ধান্ত আরএফইউর অধিকার লঙ্ঘন করেছে। প্রতিপক্ষের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে সরে যাওয়া ফেয়ার প্লের নিয়ম লঙ্ঘন করেছে।’

আগামী ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলার কথা ছিল রাশিয়ার। কয়েকদিন আগে রাশিয়ার বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায় পোলিশরা।

এরপর একই পথে হাঁটে সুইডেন এবং চেক রিপাবলিকও। রাশিয়ার বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায়। গত সোমবার রাশিয়ার সকল আন্তর্জাতিক ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।


Thursday, March 3, 2022

৬১ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশের জয়

৬১ রানের বিশাল ব্যবধানে বাংলাদেশের জয়


 


সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে পর নাসুম আহমেদ ও শরিফুল ইসলামের বোলিং নৈপুণ্যে ৬১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে অর্ধশতক হাঁকান লিটন দাস। দারুণ ফর্মে থাকা এই ব্যাটার নেমেছিলেন ওয়ান ডাউনে। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে করেন ৬০ রান।

এছাড়া আফিফ হোসেন ধ্রুব ২৪ বলে ২৫ ও অভিষিক্ত মুনিম শাহরিয়ার ১৮ বলে ১৭ রান করেন। আফগানিস্তানের পক্ষে দুটি করে উইকেট শিকার করেছেন আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে নাসুম আহমেদের তোপের মুখে পড়ে সফরকারী দল। নাসুম একাই তুলে নেন প্রথম চারটি উইকেট। প্রতিরোধ গড়তে ব্যর্থ আফগানদের দাঁড়াতে দেননি তিন উইকেট শিকার করা শরিফুল ইসলামও।

শেষপর্যন্ত মাত্র ৯৪ রানে গুটিয়ে যায় মোহাম্মদ নবীর দলের ইনিংস। নাজিবউল্লাহ জাদরান (২৬ বলে ২৭), আজমতউল্লাহ ওমরজাই (১৮ বলে ২০) ও অধিনায়ক নবী (১৯ বলে ১৬) ছাড়া কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ : ১৫৫/৮ (২০ ওভার) লিটন ৬০, আফিফ ২৫, মুনিম ১৭ ফারুকি ২৭/২, ওমরজাই ২৭/২, রশিদ ১৫/১

আফগানিস্তান : ৯৪/১০ (১৭.৪ ওভার) জাদরান ২৭, ওমরজাই ২০ নাসুম ১০/৪, শরিফুল ২৯/৩

ফল : বাংলাদেশ ৬১ রানে জয়ী।

Wednesday, March 2, 2022

 মাশরাফি ফের অস্ত্রোপচারের মুখোমুখি

মাশরাফি ফের অস্ত্রোপচারের মুখোমুখি




চোট জর্জরিত ক্যারিয়ারে আরেকটি পরীক্ষার সামনে মাশরাফি বিন মোর্ত্তজা। কোমরের ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পেতে করাতে হবে অস্ত্রোপচার। চিকিৎসকের পরামর্শ নিতে আগামীকাল বৃহস্পতিবার (৩ মার্চ) ভারত যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

মাশরাফি নিজেই জানালেন, ‘অস্ত্রোপচার করাতেই হবে। তবে এখনই করব কি না সেটি নির্ভর করছে চিকিৎসকের সিদ্ধান্তের ওপর।’

মাশরাফির দুই হাঁটুতে মোট সাতটি অস্ত্রোপচার হয়েছে। এবার বাদ যাচ্ছে না কোমরও। আগের সাতটি অস্ত্রোপচারেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন অস্ট্রেলিয়ান সার্জন ডেভিড ইয়াং। এবারও তার পরামর্শে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে যাচ্ছেন মাশরাফি।

ভারতীয় ডাক্তারের সঙ্গে মাশরাফির অ্যাপয়েনমেন্ট ৯ মার্চ রাত আটটায়। হাতে কিছুটা সময় থাকায় পরিবারের সবাইকে নিয়েই যাচ্ছেন তিনি। দিল্লিসহ কয়েকটি শহর ঘুরে যাবেন চেন্নাইয়ে।

সেখানে গিয়ে প্রথমে এমআরআই করাবেন মাশরাফি। ঢাকা থেকেও একটি করিয়েছেন। মাশরাফি বললেন, ‘অস্ত্রোপচার লাগবেই। এবারই করাব না কি পরে সেটি ডাক্তারের সময় সুযোগ অনুযায়ীই হবে। অস্ত্রোপচার হলে এক মাস বিশ্রামে থাকতে হবে।’

আজ বুধবার (২ মার্চ) বিকেলে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দলবদল করতে মিরপুরের সিসিডিএম কার্যালয়ে আসেন মাশরাফি। আগামী ১৫ মার্চ শুরু হতে চলা লিগে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লেখান তিনি। আগেও একবার ক্লাবটিতে খেলেছিলেন মাশরাফি।

পিঠের নিচের অংশে ব্যথার কারণে বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি মাশরাফি। মাঝপথে কয়েকটি ম্যাচ খেললেও শেষের দিকে আবারও হানা দেয় চোট। সেই চোটই তাকে আবার নিয়ে যাচ্ছে কাঁচি-ছুড়ির নিচে।