Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts

Wednesday, June 8, 2022

এবার আসছে ‘ব্যাচেলরস কুরবান’

এবার আসছে ‘ব্যাচেলরস কুরবান’

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান বাংলা নাটকের জগতে তুমুল আলোচিত নাম ‘ব্যাচেলর পয়েন্ট’। সাফল্যের সঙ্গে ধারাবাহিক নাটকটির চতুর্থ সিজনের প্রচার চলছে। পাশা, শুভ, কাবিলাদের নানান কর্মকাণ্ডে দর্শক বিনোদিত হচ্ছে। আর ইউটিউবে আসছে মিলিয়ন মিলিয়ন ভিউ।

এর মধ্যেই নতুন খবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন নাটক নিয়ে আসছেন তিনি। সেটাও ব্যাচেলরদের ঘিরে। নাম দিয়েছেন ‘ব্যাচেলরস কুরবান’। আসন্ন ঈদুল আজহায় এটি প্রচার হবে।

বিশেষ এই নাটকেও থাকছেন ব্যাচেলর পয়েন্ট তারকারা। মূল চরিত্রগুলোতে অভিনয় করবেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির ও চাষী আলম। তাদের সঙ্গ দেবেন শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ।

অমি জানান, এই নাটকে মূলত পাশা-কাবিলা-শুভদের কুরবানির ঈদ ও হাটের কর্মকাণ্ড তুলে ধরা হবে। এ সময় তারা কী করে, বাজারে গিয়ে কী করে, কে কাজে ফাঁকি দেয়, কে আবার ডেটিংয়ে যায়; এসবই দেখা যাবে নাটকটিতে।

এরই মধ্যে শেষ হয়েছে ‘ব্যাচেলরস কুরবানের’ নাটকের শুটিং। নির্মাণ শেষে এটি ঈদের দিন ধ্রুব টিভি ইউটিউব চ্যানেল প্রচার হবে।

নাটকটি নিয়ে অমি বলেন, ‘ঈদের সময় আমরা প্রেম, অ্যাকশন-থ্রিলার, সিরিয়াস বিভিন্ন গল্পের নাটক দেখি। কিন্তু এমন নাটক দেখি না যে, শহরে আসা ব্যাচেলর ছেলেগুলো কীভাবে কুরবানের প্রস্তুতি নেয়। সেই ভাবনা থেকেই এই নাটক নির্মাণ করছি।’

প্রসঙ্গত, কয়েক মাস আগেই ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এর প্রচার শুরু হয়েছে। ইতোমধ্যে ৩৬টি পর্ব এসেছে প্রকাশ্যে। নাটকের পর্বগুলো দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন দর্শকরা।

Sunday, May 15, 2022

ভারতে আজীবন সম্মাননা পেলেন আলমগীর-রুনা লায়লা

ভারতে আজীবন সম্মাননা পেলেন আলমগীর-রুনা লায়লা

 ভারতে আজীবন সম্মাননা পেলেন আলমগীর-রুনা লায়লা


একই মঞ্চে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হলেন কিংবদন্তি তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা। গতকাল শনিবার (১৪ মে) সন্ধ্যায় ভারতের কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’-এর ১৯তম আসর অনুষ্ঠিত হয়। সেখানে আলমগীর ও রুনা লায়লার হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়।

দেশের বাইরে এমন প্রাপ্তির বিষয়ে আলমগীর বলেন, এর আগেও আমি কলকাতা থেকে উত্তমকুমার অ্যাওয়ার্ডসহ বেশ কিছু সম্মাননা পেয়েছি। সম্মাননা প্রাপ্তির পর খুব বেশি ভালো লাগা প্রকাশ করতে পারি না। তবে অবশ্যই সম্মাননা পেলে ভালো লাগে। কলকাতায় আমাকে ও রুনাকে যারা আজীবন সম্মাননায় ভূষিত করেছেন, তাদের ধন্যবাদ।

রুনা লায়লা বলেন, এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। এখানে আমরা দু’জনই একসঙ্গে আজীবন সম্মাননা পেলাম, এটা আসলেই অনেক সম্মানের, আনন্দের এবং একটু অন্যরকম ভালোলাগার। আয়োজকদের ধন্যবাদ।

এর আগে গত শুক্রবার (১৩ মে) কলকাতা পৌঁছান আলমগীর ও রুনা লায়লা। শনিবার সন্ধ্যায় টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তারা। একই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আরো অংশ নিয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববি, সংগীতশিল্পী মমতাজসহ অনেকে।

এর আগে ২০২১ সালে এই অ্যাওয়ার্ডের ১৮তম আসরে কিংবদন্তি অভিনেতা ফারুককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। একই আয়োজনে বাংলাদেশ থেকে কণ্ঠশিল্পী এস আই টুটুল, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মমও পুরস্কার পেয়েছিলেন।

Thursday, April 14, 2022

আজ নায়ক মান্নার জন্মদিন

আজ নায়ক মান্নার জন্মদিন


আজ নায়ক মান্নার জন্মদিন
                                                               ফাইল-ছবি

জনপ্রিয় অভিনেতা মান্নার জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে টাঙ্গাইল জেলার কালিহাতীতে জন্ম নেন তিনি। প্রায় দুই যুগেরও বেশি সময় বাংলা সিনেমায় দাপিয়ে বেড়িয়েছে এই অভিনেতা।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পর ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে মান্নার। তার অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলী’। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছিলেন মান্না।

১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে কাজ করেন তিনি। সেটি ব্যবসাসফল হওয়ায় মান্নাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

শুধু অভিনেতা নয়, প্রযোজক হিসেবেও বেশ সফল ছিলেন মান্না। তার প্রতিষ্ঠান থেকে যতগুলো সিনেমা প্রযোজনা করেছেন প্রতিটি ব্যবসাসফল হয়েছিলো।

জনপ্রিয় এই অভিনেতা তার সিনেমার মাধ্যমে মানুষের মনে বেঁচে রবেন অনন্তকাল

Sunday, March 27, 2022

বলিউড ছাড়ার পরিকল্পনা করেছিলেন আমি​​​​র!

বলিউড ছাড়ার পরিকল্পনা করেছিলেন আমি​​​​র!


বলিউড ছাড়ার পরিকল্পনা করেছিলেন আমি​​​​র!

বলিউড সুপারস্টার আমির খান ভক্তদের মাঝে “মিস্টার পারফেকশনিস্ট” নামেই খ্যাত। আর হবেই না কেন? দীর্ঘ প্রস্তুতির পর প্রেক্ষাগৃহে আসা আমিরের একেকটা চলচ্চিত্র শুধু বক্স অফিসেই হিট হয় না, সমালোচকদের কাছেও সেরার মর্যাদা পেয়ে আসছে।
“দঙ্গল”, “পিকে”, “থ্রি ইডিয়টস”-এর মতো সুপারহিট সব চলচ্চিত্র উপহার দেওয়া আমির নাকি অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সম্প্রতি নিজেই এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন “লাল সিং চাড্ডা”র এ অভিনেতা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, করোনাভাইরাস মহামারি পুরোপুরি বদলে দিয়েছে আমিরের জীবন। তাই বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। জানিয়েছিলেন পরিবারের সদস্যদেরও।
আমির জানান, শুধু অভিনয় নয়, প্রযোজনাও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আমির বলেন, “আমি অভিনয় ছেড়ে দিয়েছিলাম। আমার পরিবারকেও বলে দিয়েছিলাম আর চলচ্চিত্রে কাজ করতে চাই না। এখন থেকে শুধু তোমাদের সঙ্গে সময় কাটাবো। এ কথা শুনে তারা সবাই অবাক হয়ে গিয়েছিল। কিরণ তো কেঁদেই ফেলেছিল। তবে আমার সিদ্ধান্তের বিষয়ে কিছু বলেনি। কিন্তু বিরোধিতা করেছিল আমার সন্তানরা।”
আমির আরও জানান, সিদ্ধান্ত নেওয়ার তিন মাস পর  তার সন্তানরা তাকে জানায়, তাকে অভিনয় আর পরিবারের মধ্যে ব্যালেন্স করতে চলতে হবে।

Thursday, March 24, 2022

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন

 


 অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (৫৮) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।  ভারতের টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস, জি নিউজসহ একাধিক সংবাদমাধ্যম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।  বুধবার রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থাতেই ফিরে যান বাড়িতে। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইন দেওয়া হয়। রাত ১টার দিকে মারা যান এই অভিনেতা।  ১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো 'পথভোলা'। আলোচিত অন্য সিনেমার মধ্যে রয়েছে- অমর প্রেম, মায়াবিনী, আবির্ভাব, সংঘর্ষ, আলো, ফিরিয়ে দাও। বর্তমানে যুক্ত ছিলেন ছিলেন স্টার জলসায় প্রচারিত ধারাবাহিক নাটক 'খড়কুটো'র সঙ্গে।  অভিষেকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Tuesday, March 22, 2022

সুখবর দিলেন সোনম কাপুর

সুখবর দিলেন সোনম কাপুর



মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বেবি বাম্পের ছবি অন্তর্জালে শেয়ার করে নিজেই দিলেন এই সুখবর।

ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে সোনম কাপুর লিখেছেন, ‘চার হাত তোমাকে বড় করার জন্য, নিজেদের সর্বোচ্চ দিয়ে। যারা একসঙ্গে চলবে তোমার প্রতি পদক্ষেপে। যারা তোমাকে ভালোবাসা দেবে, তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর তর সইছে না।’

ছবিতে দেখা যাচ্ছে, স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম কাপুর। বেবি বাম্পের উপরে হাত রেখেছেন এ যুগল।

বলিউড বাবলের খবর, নতুন এ যাত্রায় দম্পতিকে স্বাগত জানিয়েছেন পরিবারের সদস্য অংশুলা কাপুর, খুশি কাপুর, তাঁর মা সুনীতা কাপুর, করণ বুলানিসহ অনেকেই।

২০১৮ সালে আনন্দ আহুজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর। সোনম লন্ডনে বাড়ি করে স্থায়ী হয়েছেন। কিন্তু ব্যক্তিগত ও পেশাগত জীবনের সমন্বয়ের প্রয়োজনে তিনি মুম্বাই ও যুক্তরাজ্যে যাওয়া-আসা করেন। আগামীতে তাকে ‘ব্লাইন্ড’ সিনেমায় দেখা যাবে।

Thursday, March 17, 2022

ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের অপেক্ষায় কারিনা

ওটিটি প্ল্যাটফর্মে অভিষেকের অপেক্ষায় কারিনা


দ্বিতীয়বার মা হওয়ার পর থেকে রূপালি পর্দা থেকে দূরে ছিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে তার ভক্তদের জন্য খুশির খবর হলো শিগগিরই আবার কাজে ফিরতে যাচ্ছেন বেবো। শুধু তাই নয়, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি প্রজেক্টে ওটিটি-তেও পা রাখছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বাঙালি পরিচালক সুজয় ঘোষ পরিচালিত ছবির মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন হবে কারিনার। ছবিটি জাপানের বিখ্যাত লেখক কিগো হিগাশিনো রচিত “দ্য ডিভোসন অব সাসপেক্ট এক্স” বই অবলম্বনে নির্মিত হবে। কারিনার সঙ্গে জয়দ্বীপ অহলায়াত আর বিজয় ভর্মাকে দেখা যাবে। যদিও ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি।

সোমবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কারিনা কাপুর খান নিজেও তার পরবর্তী কাজ নিয়ে একটি ছোট ভিডিও প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি যে এতে কাজ করতে মুখিয়ে আছেন সেটিও স্পষ্ট করে জানিয়ে দেন।



হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, “সিনেমাটি বিশ্বজুড়ে বেস্টসেলার হওয়া একটি বইয়ের অবলম্বনে নির্মিত। এতে প্রেম, খুন, রহস্য, থ্রিলারের পাশাপাশি অনেক রোমাঞ্চকর দিক রয়েছে। এতে কাজ করার জন্য আমার তর সইছে না। আমি চিত্রনাট্যে ডুবে গিয়েছি।”

পরিচালক সুজয় ঘোষকে নিয়ে কারিনা বলেন, “আমি তার পরিচালিত ছবিগুলো দেখেছি এবং সেগুলো যে আমার পছন্দ তা বলাই বাহুল্য। তার কাজ করার নিজস্ব একটি ধরন আছে, আর কাজ নিয়ে সে নিশ্চিত। দূরদর্শী যেকোনো পরিচালকই সবার প্রশংসার যোগ্য।”

কারিনা কাপুরের আগে বোন কারিশমা কাপুর অনেক আগেই ওটিটির দুনিয়ায় নাম লিখিয়েছিলেন। আর স্বামী সাইফ আলি খান তো ওটিটির জনপ্রিয় স্যাক্রেড গেমস” ও “তান্ডব”-এ কাজ করেছেন।

এছাড়া, কারিনা অভিনীত “লাল সিং চাড্ডা” চলচ্চিত্রটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে তার বিপরীতে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানকে। আগামী ১১ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।

Sunday, March 6, 2022

১০০ কোটির ঘরে গাঙ্গুবাই

১০০ কোটির ঘরে গাঙ্গুবাই


১০০ কোটির ঘরে গাঙ্গুবাই


মুম্বাইয়ে ঝড় তুলেছে আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। বক্স অফিসে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে আলিয়া। পৌঁছে গেছে ১০০ কোটির ঘরে, তাতেই সুপারহিট বানসালি-আলিয়া জুটি। 

গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিলো গাঙ্গুবাই। এরপর যেন উড়ছে সফলতার পাখায়। আলিয়ার দারুন অভিনয় যেন জানিয়ে দিয়েছে, কতোটা নিজেকে নিংড়ে দিয়েছিলেন তিনি। বিফলে যায়নি সেই কঠোর শ্রম। পরিচালক বানসালি আশা করেছিলেন, এই সিনেমাটির আয় যেন শত কোটিতে পৌছায়। আর তাই হয়েছে।

শনিবার (৫ মার্চ) সবাই এই সুখবর জানানো হয়েছে বানসালির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। ২ সপ্তাহে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ বিশ্বজুড়ে ব্যবসা করেছে মোট ১০৮. ৩ কোটি টাকার। দর্শকদের এমন ভালবাসা আর সমর্থনের জন্য পাল্টা ধন্যবাদও জানিয়েছেন তারা।

বলিউড বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, ‘গাঙ্গুবাই’য়ের ব্যবসা আরও দ্বিগুণ হতে পারে। 

লেখক হুসেন জাইদির বই ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’-এর একটি অধ্যায়ের ওপর ভিত্তি করেই নির্মিত এই সিনেমা। মুম্বাইয়ের কামাথিপুরায় একটি পতিতালয়ের সর্দার গাঙ্গুবাইকে ঘিরেই গল্প। 

বাস্তব ঘটনা নিয়েই পরিচালক সঞ্জয় লীলা তৈরি করেছেন এই সিনেমা। এতে দেখা যাবে আসল গাঙ্গুবাইয়ের প্রেম, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকার ও পতিতালয়ের কুটিল রাজনীতি। 

একজন যৌনকর্মীর সমাজকর্মী হয়ে ওঠার গল্প, একজন প্রেমিকা হবার গল্প এবং জীবন যুদ্ধে হার বা জিতের গল্প। 

Sunday, February 27, 2022

ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান প্রিয়াংকা চোপড়ার

ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান প্রিয়াংকা চোপড়ার

ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান প্রিয়াংকা চোপড়ার

যুদ্ধ পরিস্থিতি চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। দুটি দেশের মধ্যে গত কয়েকদিন ধরে চলছে হামলা-পাল্টা হামলা। ইতোমধ্যে অনেক মানুষের মৃত্যু হয়েছে। রুশ বাহিনীর আক্রমণে বিপর্যস্ত প্রায় ইউক্রেন। এমন অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই যুদ্ধে ইতি টানার আহ্বান জানাচ্ছেন। বাদ যাচ্ছেন না তারকারাও। জনপ্রিয় বলিউড ও হলিউড তারকা প্রিয়াংকা চোপড়াও তার অবস্থান থেকে জানিয়েছেন প্রতিবাদ, সাহায্য চেয়েছেন ইউক্রেনের জন্য। যুদ্ধ শুরু হওয়ার পর প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন ইউক্রেনের বহু মানুষ।

সেই চিত্র শেয়ার করে এ নায়িকা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইউক্রেনে এই মুহূর্তে যা ঘটছে তা ভয়াবহ। ভবিষ্যৎ এতটাই অনিশ্চিত যে সাধারণ মানুষ তাদের প্রাণ নিয়ে আশঙ্কিত। ভালোবাসার মানুষদের নিয়েও তারা ভীত, সন্ত্রস্ত। আধুনিক বিশ্বে আক্রোশ বাড়তে বাড়তে কীভাবে তা যুদ্ধের জায়গায় পৌঁছে গেছে সেটাই বোধগম্য হচ্ছে না। কিন্তু এমন এক মুহূর্ত এখন এসে উপস্থিত হয়েছে যার প্রতিধ্বনি হচ্ছে গোটা বিশ্বে। এই যুদ্ধক্ষেত্রের মধ্যেই নিরীহ মানুষগুলোর বাস। তারা তো আমার আপনার মতোই। কীভাবে ইউক্রেনের এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন তার বিস্তারিত আমার বায়োতে দেওয়া রইল। 

Sunday, February 6, 2022

চলে গেলেন লতা মঙ্গেশকর

চলে গেলেন লতা মঙ্গেশকর

 

লতা মঙ্গেশকর। 

উপমহাদেশের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর আর নেই। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রবিবার সকাল ৮টা ১২ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘সুর সম্রাজ্ঞী’। তার বয়স হয়েছিল ৯২ বছর।

বার্তা সংস্থা পিটিআই-কে খবরটি নিশ্চিত করেছেন লতার ছোটবোন গায়িকা ঊষা মঙ্গেশকর।

গত জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। তারপর ১১ জানুয়ারি ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন এ শিল্পী। প্রথম থেকেই তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি লতার কভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি।

হাসপাতালে ভর্তির পর থেকে নানা সময়ে তার শারীরিক অবস্থার উন্নতি-অবনতির খবর মেলে। সর্বশেষ শনিবার আবার তাকে ভেন্টিলেশনের নেওয়া হয়।


Tuesday, April 20, 2021

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীর

 

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আলমগীরকরোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আলমগীর। গেলো দুই দিন ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

মঙ্গলবার বিকেলে এক ফেসবুকে স্ট্যাটাসে খবরটি জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

তিনি লিখেছেন, খবরটা লিখতে চেয়েছিলাম না। কারণ আলমগীর ভাই নিষেধ করেছিলেন।কিন্তু না জানালে আমার অন্যায় হবে,তাই দোয়া চাচ্ছি সবার কাছে। আলমগীর ভাই করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই দিন আগে। শারিরীকভাবে তিনি ভালো আছেন। সবাই দোয়া করবেন তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।

গত ১৪ ফেব্রুয়ারি করোনার টিকার প্রথম ডোজ নেন তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও গায়িকা রুনা লায়লা। এরপর চলতি মাসের ১৭ তারিখ দ্বিতীয় ডোজটি নেন তারা। এর একদিন পরই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হন আলমগীর।

১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন আলমগীর। তার আদি নিবাস ব্রাহ্মবাড়িয়ার নবীনগরে। ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরিচালনা করেছেন বেশকিছু সিনেমাও। তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাও পেয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

Tuesday, March 16, 2021

তৃতীয় সন্তানের বাবা হলেন সাকিব

তৃতীয় সন্তানের বাবা হলেন সাকিব


তৃতীয় সন্তানের বাবা হলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে এসেছে তাঁদের তৃতীয় সন্তান।

আগের দুবার কন্যা সন্তানের বাবা হলেও এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন সাকিব। তৃতীয় সন্তান ভূমিষ্ঠের পর ছেলে এবং মা দুজনেই সুস্থ রয়েছেন।

উল্লেখ্য, সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকার জন্য নিউজিল্যান্ড সফরে থাকবেন না বলে বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। বেশ কিছুদিন আগেই মাকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিশ্বসেরা অলরাউন্ডার।

অস্কার মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ

অস্কার মনোনীতদের চূড়ান্ত তালিকা প্রকাশ


আরএমপি নিউজঃ ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের চূড়ান্ত মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার (১৫ মার্চ) লন্ডনে মনোনীতদের নাম প্রকাশ করেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। আন্তর্জাতিক সংবাদ সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের অস্কার মনোনীতদের তালিকায় নেটফ্লিক্সের ‘ম্যাঙ্ক’ ১০টি মনোনয়ন নিয়ে এগিয়ে আছে। এছাড়া অস্কারের তালিকায় আছে ‘দ্য হোয়াইট টাইগার।’ অস্কারে ঐতিহাসিকভাবে সেরা পরিচালকের তালিকায় জায়গা করে নিয়েছে দুই নারী পরিচালক ক্লোয়ে ঝাও এবং এমেরাল্ড ফেনেল। পাশাপাশি সেরা ছবির তালিকায় আছে মোট আটটি ছবি।

বিভিন্ন ক্যাটেগরিতে অস্কার মনোনীতদের তালিকা:

সেরা ছবি- দ্যা ফাদার, জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মশিহা, ম্যাঙ্ক, মিনারি, নোমাল্যান্ড, প্রমিসিং ইয়াং উইম্যান, সাউন্ড অব মেটাল, দ্যা ট্রায়াল অফ দ্য শিকাগো ৭।

সেরা পরিচালক- ক্লোয়ে ঝাও (নোমাডল্যান্ড), এমেরাল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং উইম্যান), ডেভিড ফ্লিনচার (ম্যাঙ্ক), থমাস ভিনটেরবার্গ (অ্যানাদার রাউন্ড), লি ইসাক চাং (মিনারি)।

সেরা অভিনেতা- রিজ আহমেদ (সাউন্ড অব মেটাল), চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম) মরণোত্তর, অ্যান্টনি হপকিংস (দ্যা ফাদার), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক), স্টিভেন ইয়ুন (মিনারি)।

সেরা অভিনেত্রী- ভোয়লা ডেভিস (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্যা ইউনাইটেড স্টেটস ভার্সেস বিল্লি হলিডে), ভ্যানেসা কিরবে (পিসেস অব এ উইম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোমাডল্যান্ড), ক্যারে মুল্লিগান (প্রমিসিং ইয়াং উইম্যান)। 

উল্লেখ্য, বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর অস্কার। প্রতি বছর ফেব্রুয়ারিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে করোনা মহামারির কারণে আগামী ২৫ এপ্রিল লস এঞ্জেলেসের ডলবি থিয়েটার থেকে সরাসরি সম্প্রচারিত হবে অনুষ্ঠানটি। সূত্র: সময় টিভি

Monday, March 15, 2021

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’


১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সহায়তার জন্য নিউইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’। এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করবে ভারত।

ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস- (আইসিসিআর) এই কনসার্টের আয়োজন করবে। এর নেতৃত্বে থাকবেন জর্জ হ্যারিসনের ছেলে ধ্যানি হ্যারিসন ও রবি শঙ্কর মেয়ে আনুশকা শঙ্কর।

ভারতীয় সংবাদমাধ্যম উইওন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২৬-২৭ মার্চ ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের সময় কনসার্টটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

Sunday, March 14, 2021

বদলে যাচ্ছে সমুদ্রসৈকত

বদলে যাচ্ছে সমুদ্রসৈকত


বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত শহর কক্সবাজার। যেখানে প্রতি বছর ৫০ লাখের অধিক দেশী-বিদেশী ভ্রমণপিপাসুর আগমন ঘটে। দীর্ঘদিন পরে হলেও শহরের সমুদ্রসৈকতে দেশী-বিদেশী পর্যটকদের কাছে আকৃষ্ট করতে সাজানো হচ্ছে নবরূপে। ছায়া সুনিবিড় প্রাকৃতিক পরিবেশে অত্যাধুনিক সুবিধা ব্যবস্থায় প্রায় দুই হাজার ৫১ কোটি ২০ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে সমুদ্রসৈকতকে সাজানো হচ্ছে নান্দনিক রূপে। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে দিনের বেলা যেমন পর্যটকে ভরপুর থাকবে রাতের অপূর্ব সৌন্দর্য দেখতে আগ্রহ আরো বাড়বে। পৃথিবীর উন্নত দেশের পর্যটকরা কক্সবাজারে আসার আগ্রহ দেখাবে। কক্সবাজার পর্যটন খাত হবে দেশের সবচেয়ে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। এমনকি বদলে যাবে কক্সবাজার, বদলে যাবে দেশের অর্থনীতির চাকাও। এতে পর্যটনের সম্ভাবনা যেমন খুলে যাবে, তেমনি বিশ্বের দীর্ঘতম এই সৈকতের প্রতি মানুষের আকর্ষণও বেড়ে যাবে। আর এরই সাথে পাল্টে যাবে শত বছরের চেনাজানা সৈকতের পুরনো রূপও।
কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পটির ডিজাইন প্ল্যানিং করে প্ল্যানিং একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।


চলতি মার্চ মাসে একনেকে প্রকল্পটি অনুমোদন পেলে আগামী এপ্রিল মাস থেকে নান্দনিক এ সড়ক নির্মাণের কাজ শুরু করতে আর কোনো বাধা থাকবে না এমনটাই জানিয়েছেন কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার। তিনি আরো জানান, গত বছরের মার্চে জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পৌরসভা, বিদ্যুৎ বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের যৌথসভায় ‘কক্সবাজার সমুদ্রসৈকত রক্ষা ও টেকসই আধুনিক পরিবেশবান্ধব পর্যটন প্রকল্প’ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এটি বাস্তবায়নে সময় লাগবে চার বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।
সমুদ্রসৈকত কূল ঘেঁষে ১২ কিলোমিটার দৃষ্টিনন্দন সড়কটি হবে ১২ ফুট উচ্চতায় একটি পাতালপথ। এই পাতালপথে বসবে শপিংমল, উন্নতমানের রেস্তোরাঁ, কফিশপ, মালামাল রাখার লকার, ওয়াশরুম, চেয়ারে বসে কাচের জানালা নিয়ে সমুদ্র দেখাসহ বিনোদনের আধুনিক সব সুযোগ-সুবিধা। সড়কের পশ্চিম পাশে বা সমুদ্রের দিকে থাকবে বাইসাইকেল ও পায়ে হাঁটার পৃথক রাস্তা। থাকবে সমুদ্রতলের প্রাণিজগতের রহস্য দেখার অ্যাকুয়ারিয়াম, সড়কের মোড়ে মোড়ে থাকবে দৃষ্টিনন্দন ভাস্কর্য। থাকবে বিনোদন পার্ক, সাংস্কৃতিক ঐতিহ্য লালনের মুক্তমঞ্চ, বিদেশী পর্যটকদের অবকাশযাপনে পৃথক ব্যবস্থা। দিনের চেয়ে রাতের আলোঝলমল সড়কটি পর্যটকদের আরো বেশি বিমোহিত করবে। দৃষ্টিনন্দন পাতালপথ কলাতলী থেকে নাজিরারটেক পর্যন্ত ১২ কিলোমিটার সমুদ্রসৈকতে হলে আর দেখা যাবে না ঝুপড়ি দোকানপাট, ময়লা-আবর্জনা আর অব্যবস্থাপনা।
কলাতলী মেরিন ড্রাইভ থেকে (বেইলি হ্যাচারির পাশ) শুরু হয়ে হোটেল সায়মনের সামনে দিয়ে উত্তর দিকে (সমুদ্রসৈকতের তীর ঘেঁষে) সুগন্ধা, সিগাল, লাবণী, ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট হয়ে আঁকাবাঁকা পথে নাজিরারটেক পর্যন্ত যাবে ১২ কিলোমিটারের এই পাতালপথ সড়কটি। নাজিরারটেক অংশে যুক্ত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ সড়ক। সৈকতের বালুচরে সৃজিত ঝাউবাগান ঠিক রেখেই সড়কটি তৈরি করা হবে।
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সড়কের মধ্যে ৪ দশমিক ৮ কিলোমিটার হবে মাল্টিফাংশনাল। এর মধ্যে কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত থাকবে ২ দশমিক ৮ কিলোমিটার এবং ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে নাজিরারটেক পর্যন্ত হবে ২ কিলোমিটার; যেখানে থাকবে শপিংমল, দোকানপাট, ওয়াশরুম, লকার, কফিশপ, রেস্তোরাঁ প্রভৃতি। সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার পৌরসভা, জেলা প্রশাসন, বন, পর্যটন, পরিবেশ ও বিদ্যুৎ বিভাগের । 


সমতল থেকে সড়কটির উচ্চতা হবে ১২ ফুট, প্রস্থ ৫০ ফুট। পাতালপথ আদলে তৈরি সড়কের দুই পাশে গাড়ি পার্কিং এবং ওয়াকওয়ে বাদ দিয়ে দুই লেনের সড়ক হবে ৩০ ফুট। দিনের বেলায় সৈকতের এমন রূপ মানুষকে যতটুকু মুগ্ধ করবে, রাতের আলোকোজ্জ্বল ঝলমলে সড়কটি আনন্দের মাত্রা বাড়াবে আরো কয়েকগুণ। সড়কের পশ্চিম পাশে থাকবে ১০ ফুট প্রস্থের সাইকেলওয়ে। ৯০-১০০ ফুট প্রস্থের থাকবে ওয়াকওয়ে, যেখানে লোকজনের হাঁটাচলার পাশাপাশি বিশ্রামের ব্যবস্থাও থাকবে। সেখানে বসানো হবে ৭০০টি চেয়ার। ওয়াকওয়ের সামনে (পশ্চিমে) বসানো হবে ছাতাচেয়ার।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদ জানান, আধুনিক নির্মাণশৈলী দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতকে সুরক্ষিত করা হলে দেশী-বিদেশী পর্যটক বছরের ১২ মাসেই সমান তালে আসতে থাকবে। সাড়ে পাঁচ শতাধিক হোটেল-মোটেল, গেস্ট হাউজ, রেস্ট হাউজকে তখন আর পর্যটন মৌসুমের জন্য অপেক্ষা করতে হবে না।


পৌরমেয়র মুজিবুর রহমান বলেন, পরিবেশবান্ধব টেকসই বাঁধ নির্মাণ, ওয়াকওয়ে নির্মাণ এবং মাঝে মাঝে বিনোদনের ব্যবস্থা ইত্যাদি সুযোগ নিশ্চিত করা হলে আরো বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে। ফলে কক্সবাজারের চিত্র যেমন পাল্টে যাবে, তেমনি নতুন নতুন দেশী-বিদেশী পর্যটন খাতে বিনিয়োগকারীর সংখ্যাও বাড়বে। 

Monday, March 8, 2021

বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর!

বিয়ের পিঁড়িতে শ্রদ্ধা কাপুর!


এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। রোহান ও শ্রদ্ধা প্রকাশ্যে তাদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাদের বিয়ের গুঞ্জন চলছে বলিউডে। এই বিয়েতে দুজনের পরিবারেরই সম্মতি আছে বলে জানা গেছে।

চলতি মাসের শুরুতেই পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে সপরিবারে মালদ্বীপ গিয়েছিলেন শ্রদ্ধা। সেখানে নায়িকার পাশাপাশি দেখা মেলে রোহানেরও। বিয়েতে গোলাপি পাগড়ি পরে ট্র্যাডিশনাল ছাতার নিচে দারুণ নেচে তাক লাগিয়ে দিয়েছেন শ্রদ্ধা।

এ ছাড়া বিয়ের অনুষ্ঠানের যে ছবিগুলো দেখা যাচ্ছে তাতে বিষয়টা আর শুধু প্রেমের মধ্যেই আটকে নেই। বলিউডের খ্যাতনামা ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠার সঙ্গেই খুব শিগগির সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শ্রদ্ধা কাপুর।

গত শনিবার রাতে রোহানের জন্মদিনের পার্টিতে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন চর্চিত এই জুটি। শ্রদ্ধার বিয়ের কথা প্রথমে উসকে দিয়েছিলেন নায়িকার বন্ধু বরুণ ধাওয়ান। রোহান যখন বরুণকে বিয়ের শুভেচ্ছা জানান, তখন অভিনেতা বরুণ পাল্টা লিখেছিলেন- ‘আমি আশা করছি তুমিও তৈরি রয়েছ বিয়ের জন্য’।

রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠা, আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, শ্রদ্ধা ও রোহান দুজনই যদি বিয়ে করতে রাজি থাকে তিনি খুশি হয়ে সব কিছু করবেন। তারা কলেজজীবন থেকে বন্ধু। দুজনই তাদের কর্মজীবনে ভালো কাজ করছে, তাই দুজনের একসঙ্গে থাকার যেকোনো সিদ্ধান্ত বুদ্ধিমানের হবে।

সূত্র : ডিএনএ ইন্ডিয়া।

Thursday, January 28, 2021

সোশ্যাল মিডিয়ায় তোলপাড় !এ কেমন ভুল শিল্পার

সোশ্যাল মিডিয়ায় তোলপাড় !এ কেমন ভুল শিল্পার

 

শিল্পার এ কেমন ভুল! সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনা ঘটিয়ে বসলেন শিল্পা শেট্টি। টুইটারে ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়ে ভুল করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বসেন। হিন্দিতে টুইট করতে গিয়েই ভুলটি করে বসেন শিল্পা।

তিনি লেখেন, স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। অথচ মঙ্গলবার ছিল দেশটির প্রজাতন্ত্র দিবস।

ভুল বুঝতেও দেরি হয়নি এ নায়িকার। দ্রুতই পোস্টটি শুধরে ফেলেন। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়।

সেই স্ক্রিনশট শেয়ার করে এক সময়ের জনপ্রিয় নায়িকাকে নিয়ে ট্রল, মিমে মেতে ওঠেন ভারতীয় নেটিজেনরা।

তবে শিল্পা শেট্টির পক্ষ নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, হিন্দিতে টুইট করতে গিয়ে এমন ভুল করেছেন এ অভিনেত্রী।

কারণ টুইটের পরের লাইনে আবার ইংরেজিতে শিল্পা ‘রিপালবিক ডে’ লিখেছিলেন।

তবে এমন ব্যাখ্যায় মন ভরেনি নেটিজেনদের। অনেকেই তার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। নেশার ঘোরে এমনটি করেছেন কি না সে প্রশ্ন তোলেন কেউ কেউ।

একই দিন ট্রলের শিকার হয়েছিলেন বলিউডের আরেক অভিনেত্রী কারিনা কাপুরও। প্রজাতন্ত্র দিবসের দিন অন্তঃসত্ত্বা অবস্থায় যোগাভ্যাসের ছবি পোস্ট করেছিলেন তিনি। বিষয়টি ভালো চোখে দেখেননি নেটিজেনদের একাংশ। সমালোচনার পাত্রী হন নবাবপত্নী।

তবে অন্যরকম প্রশ্নও উঠেছে।

অনেকের মতে, ভারতের বেশির ভাগ দরিদ্র নারী যেখানে সন্তান প্রসবের আগে পর্যন্ত কাজ করেন, সেখানে তার এই ‘বিলাসিতা’ করে যোগাভ্যাসের ফটোশুট অমানবিক বিষয়।

Wednesday, January 27, 2021

সিনেমা হলের ঐতিহ্য ফেরাতে হাজার কোটি টাকার তহবিল

সিনেমা হলের ঐতিহ্য ফেরাতে হাজার কোটি টাকার তহবিল


সারা দেশে একসময় সিনেমা হল ছিল ১৪০০। কিন্তু বিদেশী সংস্কৃতির জোয়ারে দর্শকদের কাছে সিনেমা হলগুলোর আবেদন দিন দিন ভাটা পড়ে। লোকসানের মুখে পড়েন উদ্যোক্তারা। অনেকেই বন্ধ করে দেন গ্রামবাংলার বিনোদনের অন্যতম প্রাধান প্রাণকেন্দ্র সিনেমা হলগুলো।
দেশে বর্তমানে চালু রয়েছে ২০০ সিনেমা হল। তাও আবার বেশির ভাগই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এর পাশাপাশি গত বছরের শুরু থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রভাব দেশের অন্য খাতগুলোর মতো চলচ্চিত্র শিল্পগুলোর ওপর পড়ে। চরম দুর্দিনে পড়ে যায় দেশের চলচ্চিত্র শিল্প। এমনি পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পের হারানো ঐতিহ্য ফিরে আনতে আধুনিক মানের নতুন প্রেক্ষাগৃহ নির্মাণ বন্ধ প্রেক্ষাগৃহগুলো সংস্কারের জন্য এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।
গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ সভায় এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। উদ্যোক্তাদের মধ্যে কম সুদে ঋণ বিতরণের জন্য শিগগিরই একটি নীতিমালা তৈরি করা হবে। বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল এক সূত্র এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার গতকাল এ বিষয়ে নয়া দিগন্তকে জানিয়েছেন, সারা দেশে প্রায় এক হাজার ৪০০টি পেক্ষাগৃহের মধ্যে বর্তমানে চালু রেেছ ২০০ থেকে ৩০০টি। করোনাভাইরাসের প্রভাবে চালু হলগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। চরম দুর্দিনে পড়েছে দেশের চলচ্চিত্র শিল্প। বেকার হয়ে গেছে এ শিল্পের সাথে জড়িত কয়েক হাজার মানুষ। সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংক ঋণনির্ভর উদ্যোক্তারাও পড়েছেন চরম দুরাবস্থায়। ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না। এ চরম অবস্থা কাটাতে তারা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্রণোদনা চেয়েছিলেন। গতকাল বাংলাদেশ ব্যাংক অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এর ফলে সারা দেশে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম সিনেমা হলগুলো সংস্কার করা সম্ভব হবে। আর্থিক সঙ্কট অনেকাংশেই কেটে যাবে। তবে তিনি বলেন, সিনেমা হলগুলো শুধু নির্মাণ করলেই হবে না, ভালো ভালো সিনেমা উৎপাদন করতে হবে। এ জন্য উদ্যোক্তাদের সিনেমা নির্মাণে আর্থিক সহায়তা প্রয়োজন। কারণ করোনার কারণে সিনেমা হলগুলো বন্ধ থাকায় উদ্যোক্তা ছবি নির্মাণের আর্থিক সক্ষমতা হারিয়ে ফেলেছেন। এ পরিস্থিতিতে চলচ্চিত্র নির্মাণের জন্য উদ্যোক্তাদের আর্থিক সহায়তা করতে হবে। এ জন্য এ বিষয়েও নজর দেয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলচ্চিত্র শিল্পের আর্থিক সঙ্কট কাটাতে অর্থমন্ত্রণালয় থেকে একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠনের জন্য প্রস্তাব আসে। ওই প্রস্তাবে বলা হয়, গ্রাম বাংলার বিনোদনের অন্যতম প্রধান প্রাণকেন্দ্র সিনেমা হলগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। অনেকেই বাস্তবতার নিরিখে সিনেমা হলগুলো বন্ধ করে দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করোনাভাইরাসের প্রভাবে। করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিন সিনেমা হলগুলো বন্ধ ছিল। এ কারণে চরম আর্থিক সঙ্কটে পড়ে এ শিল্পের উদ্যোক্তারা। বর্তমানে যেগুলো রয়েছে তা ব্যবসা মন্দার কারণে অনেকেই তা ভেঙে বাণিজ্যিকভাবে ভাড়া দিচ্ছেন। এমনি পরিস্থিতিতে চলচ্চিত্রের হারানো ঐতিহ্য ফিরে আনতে সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিক মানের পেক্ষাগৃহ নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। উচ্চপর্যায়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব গতকাল কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে উত্থাপন করা হয়। বৈঠকে তা আলোচনা সাপেক্ষে এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন দেয়া হয়।
উদ্যোক্তাদের মধ্যে সহজ শর্তে ঋণ দেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি নীতিমালা তৈরি করা হবে। এ নীতিমালা অনুমোদন হলে ব্যাংকগুলোর মাধ্যমে পুনঃঅর্থায়ন আকারে উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।

Thursday, January 16, 2020

ঢাকা থেকে শুরু ‘নিগ্রহকাল’-এর উৎসবযাত্রা

ঢাকা থেকে শুরু ‘নিগ্রহকাল’-এর উৎসবযাত্রা

‘নিগ্রহকাল’-এর পোস্টার, ডানে তথ্যচিত্রের একটি দৃশ্যপৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতের মাত্র ৪০ কিলোমিটার দূরেই এই গ্রহের সর্ববৃহৎ শরণার্থী আশ্রয় শিবির। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নিগৃহীত ১১ লক্ষাধিক রোহিঙ্গা এখন আশ্রিত বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফে।

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশেরই প্রধান সংকট এমনটা নয়, আন্তর্জাতিকভাবেও এ মুহূর্তে চলমান বৈশ্বিক সংকটগুলোর অন্যতম। মূলত এই বিষয়টি পর্দায় তুলে আনার চেষ্টা করেছেন নির্মাতা প্রসূন রহমান। নির্মাণ করেছেন পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘নিগ্রহকাল’।
ছাড়পত্র পাওয়ার পর গেল ১৪ নভেম্বর ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় রাজধানীর মহাখালীর স্টার সিনেপ্লেক্সে। এতে প্রচুর প্রশংসা কুড়ান সমালোচকদের। নির্মাতার মূল লক্ষ্য দেশ ও বিদেশের উল্লেখযোগ্য উৎসবগুলোতে ছবিটিকে নিয়ে যাওয়া। তারই শুরুটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মধ্য দিয়ে।
নির্মাতা জানান, চলমান ১৮তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাছে ‌‌‘নিগ্রহকাল’। যার মধ্য দিয়ে শুরু হচ্ছে ছবিটির উৎসবযাত্রা।
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সূত্রে জানা গেছে, ১৭ জানুয়ারি রাজধানীর শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেলা ৩টায় ছবিটির প্রদর্শনী হচ্ছে।
প্রসূন রহমান জানান, এরপরই ছবিটি পর্যায়ক্রমে প্রদর্শিত হবে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সে প্রক্রিয়া চলছে।
ছবিটি প্রসঙ্গে নির্মাতার বক্তব্য এমন, ‘এই চলচ্চিত্রে চেষ্টা রয়েছে রোহিঙ্গা সংকটের সবদিকে আলো ফেলে দেখার। সংকটের ইতিহাস, কার্যকারণ এবং সমাধানের সূত্রগুলো দেশের ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের বক্তব্যসহ বিশ্লেষণ করে দেখার। ভবিষ্যতের জন্য যা হয়তো একটি সংরক্ষণমূলক গুরুত্বপূর্ণ দলিল হয়ে থাকবার ক্ষমতা রাখে।’

Saturday, October 19, 2019

বঙ্গবন্ধু ফিল্ম সিটি হবে উন্নত ও বিশ্বমানের : তথ্যমন্ত্রী

বঙ্গবন্ধু ফিল্ম সিটি হবে উন্নত ও বিশ্বমানের : তথ্যমন্ত্রী


গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি একটি আন্তর্জাতিকমানের ফিল্ম সিটি হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ১০৫ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে এই ফ্লিম সিটি। এরইমধ্যে প্রথম পর্যায়ের কাজ অনেকটা সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে আমরা একটি বড় প্রকল্প নিতে যাচ্ছি।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, আমরা এই ফিল্ম সিটি স্বল্প সময়ের মধ্যে আরও উন্নত ও বিশ্বমানের করবো। বঙ্গবন্ধুকে নিয়ে যে চলচ্চিত্র তৈরি করা হচ্ছে তার পরিচালক এখানে এসেছিলেন। তার ইচ্ছে আছে, ওই চলচ্চিত্রের কিছু অংশ এই ফিল্ম সিটিতে শ্যুটিং করার। মূল বিষয় হচ্ছে আমরা এটাকে ধীরে ধীরে বিশ্বমানে নিয়ে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, যুগ্ম সচিব ও পরিচালক (উৎপাদন) নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, সহকারী পরিচালক (প্রশাসন) রফিকুল ইসলাম, পরিচালক (কারিগরি ও প্রকৌশল) কে এম আইয়ুব আলী, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার, বাংলা টিভির চেয়ারম্যান গোলাম দস্তগীর, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, গাজীপুর জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন প্রমুখ।