ষ্টাফ রিপোর্টার : জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় শাখা ও জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট নারী নেতৃ শাহীন আকতার রেনীর সাথে রাসিক মেয়রের বাস ভবনে আজ বুধবার দুপুর ২ টায় সংস্থার নেতৃবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ করে সাংগঠনিক মত বিনিময় করেন।
Wednesday, February 8, 2023
Sunday, January 29, 2023
দেশের ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ পুলিশ সর্বত্রই প্রশংসিত হয়েছেঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ষ্টাফ রিপোর্টারঃ জনগণের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও জঙ্গিবাদ মোকাবেলায় সাহসী ভূমিকা রেখেছে পুলিশ।
দেশের ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ পুলিশ সর্বত্রই প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুরে রাজশাহীর সারদায় বিসিএস সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যেকোনো দুর্যোগ মোকাবিলায়, সন্ত্রাস দমন বা কোনো কাজ করতে গেলে জনগণের সহায়তা একান্তভাবে দরকার। যেকোনো বিপদে পুলিশকে পাশে পেলে মানুষ যেন আশ্বস্ত হয়, সেজন্য পুলিশকে তার পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জন করবে। পুলিশ বাহিনীকে দক্ষ ও বিজ্ঞানভিত্তিক করে গড়ে তোলার কথা জানিয়ে সরকারপ্রধান স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে পুলিশ সদস্যদের সক্রিয় হওয়ার তাগিদ দেন। পুলিশ বাহিনী যেন জনগণের আস্থা অর্জন করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের এই উন্নয়নের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আমি চাই মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে এ দেশকে আমরা আরও উন্নত করব এবং সেভাবেই আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব পালন করবেন। ইনশাল্লাহ বাংলাদেশকে আর কেউ পিছে টানতে পারবে না।’
‘আমরা চাই আমাদের দেশ যেন আর কখনো পিছিয়ে না পড়ে। ২০০৮ সালের নির্বাচনে আমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম রূপকল্প-২০২১ সেটা বাস্তবায়ন করেছি। জাতির পিতার জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা উদযাপন করেছি। ঠিক সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য ডেলটা প্ল্যান-২১০০ আমরা প্রণোয়ন করে দিয়ে গেলাম।’
এর আগে একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সরকারপ্রধানশেখ হাসিনা। পরে প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তাদের মাঝে ট্রফি বিতরণ করেন এবং নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন।অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
Sunday, January 8, 2023
উত্তর পশ্চিমের হিমেল হাওয়ায় বিপর্যস্ত রাজশাহীর জনজীবন
উত্তর পশ্চিমের তীব্র হিমেল হাওয়ায় রাজশাহী অঞ্চলের মানুষ শীতে বিপর্যস্ত। গত এক সপ্তাহ থেকেই রাজশাহীর উপর দিয়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ। রাজশাহী আবহাওয়া অফিস আজ রবিবার সকালে এই মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। শনিবার আগের দিন ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করা হয়। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। টানা চার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে ছিল। তাপমাত্রা ১০.৬ থেকে ৯.২ ডিগ্রী সেলসিয়াসে উঠানামা করছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের তীব্রতা বাড়ছে। টানা গত কয়েকদিন থেকে বেলা বারোটা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারিদিক। দুপুরের দিকে দু’তিন ঘন্টার জন্য সূর্যের মুখ দেখা গেলেও তা ছিল তাপ হিন। সন্ধ্যার পর পরই আবারও নামছে কুয়াশা। রাত আটটার মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে চারিদিক। রাত যত গভীর হয় কুয়াশা তত গভীর হয়।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, উওর পশ্চিমের হিমেল বাতাসের কারণে এই তাপমাত্রা গায়ে লাগছে না । শীতের এ তীব্রতা আরো কয়েকদিন থাকবে। তাপমাত্রা আরো নিচে নামবে পারে।
আজ রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রী সেলসিয়াস।
এই হিমেল হাওয়ার দাপটেই কাঁপছে রাজশাহী অঞ্চলের ছিন্নমূল মানুষ। শ্রমজীবী মানুষ শীতের মধ্যেই কাজের সন্ধানে বের হলেও চাকরীজিবীরাও কিছুটা বিলম্বে অফিসে যাচ্ছে। বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা দোকানপাট খুলছে দেরীতে।
রাজশাহী শহরের রিকশাচালক কালাম বলেন, শীতের কারনে লোকজন শহরে কম আসছে। প্রয়োজনীয় কাজ ছাড়া লোকজন সহজে বাড়ি থেকে বের হচ্ছে না এ জন্য রিকশায় নেওয়ার যাত্রীও কমে গেছে। আয় কমে যাওয়ায় কোনোমতে দিন কাটাতে হচ্ছে। দুই দিন থেকে ঠান্ডা বাতাসে খুব শীত লাগছে।
আবহাওয়া কর্মকর্তারা আরো জানান,শহর হতে গ্রামাঞ্চলে ফাঁকা মাঠ বেশি এবং গাছপালা বেশি থাকায় গ্রাম অঞ্চলে বেশি শীত অনুভূত হচ্ছে।এই শীতে বেশী কষ্ট পাচ্ছে বৃদ্ধ ও শিশুরা। আর এই শীতে ঠান্ডাজনিত রোগ দেখা দেওয়ায় হাসপাতাল গুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। ফসলের বীজ তলা ঠিকমত পরিচর্যা করতে না পারা ও কুয়াশায় চারা নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
রাজশাহী পবা উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, সড়কে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছেন স্থানীয় লোকজন। সেখানে হযরত আলী নামের একজন বলেন, ‘কনকনে শীতে লোকজন জবুথবু হয়ে পড়েছে। এ জন্য ঠান্ডা থেকে রক্ষা পেতে আমরা দু-তিনজনে সামান্য খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছি।’ এই তীব্র শীতে গরু-ছাগল রক্ষা করতে চট গায়ে দিয়ে রাখতে হচ্ছে।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক আব্দুস সালাম জানান, দুই দিন ধরে রাজশাহীর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ ছাড়া বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আরও কয়েক দিন এ রকম পরিস্থিতি বিরাজ করতে পারে।
আর্তমানবতার সেবায় কাজ করেছি,করছি এবং আগামীতেও করে যাবঃ রাসিক কাউন্সিলর সুমন
আর্তমানবতার সেবায় ১৯ নং ওয়ার্ডের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। রবিবার বিকেল ৪টায় ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ১৯ নং ওয়ার্ড এলাকায় অত্র ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন হুইল চেয়ার ১টি, ওয়াকার চেয়ার ৪টি ওয়াকার স্টিক ৩০ টি ও ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরই করেন। এছাড়া গত পহেলা জানুয়ারি থেকে প্রতিদিন ভোরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল ও চাদর বিতরণ করে আসছেন কাউন্সিলর সুমন।
এ ব্যাপারে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, মানবিক বিবেচনায় নিজ উদ্যোগে ও মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন এর সহযোগিতায় প্রতিনিয়ত শীতার্তদের মাঝে মোটা চাদর, কম্বল বিতরণ করা হচ্ছে। যতদিন শীত থাকবে, ততদিন অব্যাহতভাবে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও চাদর বিতরণ করা হবে। আমি সব সময় ওয়ার্ডবাসীর পাশে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো।
কাউন্সিলর তৌহিদুল হক সুমন আরো বলেন, ,শুধু লোক দেখানো নয়, সকল সচেতন বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
হুইলচেয়ার, ওয়াকিং চেয়ার, ওয়াকার স্টিক ও কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনাইটেড হিউম্যান কাইন্ডনেস অরগানাইজেশান এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো সিরাজুল হক, নাইমুল ইসলাম সাকিব, ওয়ার্ড সচিব মোঃ নুরুল ইসলাম ফয়সাল প্রমুখ।
Thursday, October 20, 2022
রাজমিস্ত্রির কাজ করা রাবি শিক্ষার্থী ইমরানের পড়াশোনার খরচের দায়িত্ব নিলেন রাসিক মেয়র
ষ্টাফ রিপোর্টারঃ পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজ করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অদম্য মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেনের পড়াশোনার খরচসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মেধাবী শিক্ষার্থী ইমরান হোসনের পারিবারিক অসচ্ছলতার বিষয়টি রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নজরে আসে। তাৎক্ষণিক রাসিক মেয়র মহোদয় তাঁর ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটুকে মেধাবী শিক্ষার্থী ইমরান হোসেনের সাথে যোগাযোগ করার নির্দেশ দেন।
নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। এখন দুচিন্তামুক্ত হলাম। মেয়র স্যার সহযোগিতার হাত বাড়িয়েছেন, এতে আমি ও আমার পরিবার অনেক খুঁশি। আমরা মেয়র স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।
Wednesday, October 19, 2022
রাজশাহীতে মোবাইলফোন চুরি চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেপ্তার
Tuesday, October 11, 2022
তরুণ সাংবাদিক রায়হান ইসলামের আজ জন্মদিন
ষ্টাফ রিপোর্টারঃ অন্যায়ের সাথে কখনোই আপোষ য়ার অপচ্ছন্দ , তিনি তরুণ সাংবাদিক রায়হান ইসলাম। ১৯৯০সালের আজকের এই দিনে রাজশাহীর দূর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে তিনি জন্ম গ্রহন করেন। বাবা আইয়ুব আলী ও মাতা রাহাতন বিবির তিন সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। এই দিনে পৃথিবীতে এসেছেন তাই আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ।এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু আর সেই নবজাতক শিশুটি ২০১২ সাল থেকে সাংবাদিকতায় আজকের জনপ্রিয় জাতীয় "দৈনিক আমাদের সময়", অনলাইন আই পি টিভি মুভি বাংলা টেলিভিশন নিউজ পোর্টাল আওয়ার নিউজ ২৪এ কর্মরত রয়েছেন ।
Friday, October 7, 2022
মুরগীর খামার থেকে দেশী বিদেশী পিস্তল, ককটেল বানানোর বিভিন্ন উপকরন,গুলিসহ গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টারঃ সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অবৈধ অস্ত্রের সবচেয়ে বড় চালান যা র্যাব কর্তৃক আটক করা হয়েছে। এরা অত্র এলাকার চিহ্নিত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
র্যাব-৫ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, রাজশাহীতে একটি বড় অস্ত্রের চালান সীমান্তবর্তী চর এলাকা হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় এসেছে। এ তথ্য পাওয়ার সাথে সাথে র্যাব-৫ এর সিপিএসসি টিম তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এর ধারাবাহিকতায় সিপিএসসির একটি চৌকস দল কাপাশিয়া পাহাড়পুর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দলের সক্রীয় সদস্য আতিকের বাড়ীতে অপারেশন পরিচালনা করে এবং সন্ত্রাসী আতিককে গ্রেফতার করতে সক্ষম হয়। আতিক অবৈধ অস্ত্রগুলো তার মুরগীর খামারের পার্শ্বে একটি ছোট ঘরে রেখেছিল। উক্ত ঘরটির ভিতর দিক দিয়ে কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। পরবর্তীতে আসামী নিজের হাতে অস্ত্র গুলো বের করে দেয়। একই সাথে তার মুরগীর খামারে রাখা ককটেল বানানোর বিভিন্ন উপকরণ গুলোও বের করে দেয়।
র্যাব-৫, রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান পরিচালনা করে (ক) ০৪টি বিদেশী রিভলবার, (খ) ০৩ টি বিদেশী পিস্তল, (গ) ০৪ টিম্যাগজিন, (ঘ) ০৮ রাউন্ড তাজা গুলি, (ঙ) ০৪ রাউন্ড গুলির খোসা, (চ) ০১ কেজি ১০০ গ্রাম গান পাউডার, (ছ) ৭৫০ গ্রাম পাথর, (জ) স্পøীন্টার হিসেবে ব্যবহৃত লোহার বল ও তারকাটা, (ঝ) ০২ টি মোবাইল, (ঞ) ০৪ টি সীমকার্ডসহ ০১ জন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ১। মোঃ আতিকুর রহমান @ আতিক (৩৫), পিতা-মোঃ আব্দুল মতিন, সাং-কাপাশিয়া পাহাড়পুর (১নং ওয়ার্ড) এবং তার সহযোগী ২। মোঃ শাহীন আলী (২৫), পিতা-ঝড়ু, সাং-চরকাজলা (২৮নং ওয়ার্ড), ৩। মোঃ শহিদুল (২৬), পিতা-মোঃ নেকছার আলী, সাং-ধরমপুর পূর্বপাড়া (২৮নং ওয়ার্ড), সর্ব থানা-মতিহার, রাজশাহী মহানগরগন‘কে গ্রেফতার করা হয়।
উক্ত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
Monday, September 26, 2022

বাগমারা তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক সনেট

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহীর তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব থেকে ব্যাক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন এসএম সামসুজ্জোহা মামুন এবং ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন পদ্মাটাইমসের চীফ রিপোর্টার সাংবাদিক মুরাদুল ইসলাম সনেট। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবে দু’বার কোষাধ্যক্ষ, তিনবার সাধারণ সম্পাদক ও তিনবারের সভাপতি হিসেবে দীর্ঘ্য সময় ধরে দ্বায়িত্ব পালন করেছেন বিদায়ী সভাপতি এসএম সামসুজ্জোহা মামুন। বিদায়ী সভাপতি তাঁর বক্তব্যে বলেন,বৃহৎ পরিসরে কাজ করার জন্য আমি তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাব থেকে পদত্যাগ করলাম।তবে সব সময় তাহেরপুর প্রেসক্লাবের উন্নয়নের জন্য কাজ করে যাবো। এসময় তিনি সকল সদস্যদের নিকট দোআ প্রার্থনা করেন। সদ্য দ্বায়িত্ব নেওয়া ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট বলেন,আমি যে দ্বায়িত্ব পেলাম তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো।বিশেষ করে প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়নে দিকে নজর দিবো। তিনি আরো বলেন, সকল সদস্যদের পাশে থেকে কাজ করার অঙ্গিকার করেন ভারপ্রাপ্ত সভাপতি মুরাদুল ইসলাম সনেট। এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রামাণিক,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবু,কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ফরাসী,দপ্তর সম্পাদক খোরশেদ আলম, নির্বাহী সদস্য রবিউল ইসলাম,রায়হান ইসলাম রনি,রুস্তম আলী শায়ের। এছাড়াও উপস্থিত ছিলেন,সিনিয়র সাংবাদিক নাজিম রাজ, বাগমারা সালেহা ইমারত ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক ও দূর্গাপুর ২ নং কিসমত গনকৈড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলিফ আলী প্রামাণিক, সোমিত রায় প্রমূখ।
Wednesday, September 21, 2022

রাজশাহীতে শহীদ এএইচএম কামারুজ্জামান জুনিয়র টেনিস প্রতিযোগিতা শুরু

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স আয়োজিত শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে বেলুন-ফেস্টুন উড়িয়ে পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
উদ্বোধনের পূর্বে জুনিয়র টেনিস খেলোয়াড়দের সাথে পরিচিত হন রাসিক মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সম্মননা স্মারক প্রদান করা হয়। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার আয়োজন করেছে এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্স। প্রতিযোগিতাটি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতায় বালক/বালিকা অনূর্ধ্ব-১২, বালক/বালিকা অনূর্ধ্ব-১৪, বালক/বালিকা অনূর্ধ্ব-১৬ ও বালক অনূর্ধ্ব-১৮ ক্যাটাগরিতে ১৩টি ক্লাবের ১২০ খেলোয়াড় ও কোচ অংশ নিয়েছেন।
আগামীতে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, কলকাতার বেঙ্গল টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদর্শন ঘোষ, সপুরা সিল্ক মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আলী। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. এহসানুল হুদা দুলু।
Wednesday, September 7, 2022

র্যাব-৫ এর বিশেষ অভিযানে ৫ কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১
ষ্টাফ রিপোর্টারঃ র্যাব-৫ এর বিশেষ অভিযানে ৫ কোটি টাকার হেরোইনসহ হুমায়ূন কবির (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ ভোরে চাঁপাইনবাবগঞ্জে জেলার বকচর গ্রামে অভিযান চালিয়ে তাকে ৫ কেজি হেরোইন ও নগদ ৫৭ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়। দুপুরে র্যাব-৫ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত হুমায়ন কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার চররানীনগর এলাকার দামেজ উদ্দিনের ছেলে। সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, দীর্ঘদিন যাবৎ একটি মাদক চোরাচালান চক্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী দূর্গম চর এলাকা থেকে পাশ্ববর্তী দেশ হতে অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠিয়ে আসছে। এরপর থেকেই র্যাব-৫ তাদের গোয়েন্দা নজরদারি সার্বক্ষনিক পরিচালনা করে আসছিল। এই মাদক চেইনের একজনকে গত ১৩ আগষ্ট র্যাব-৫ সাড়ে ৪ কেজি হেরোইনসহ গ্রেফতার করে। উক্ত চেইনের আর একজন সদস্য ছিলেন, হুমায়ন কবির যিনি সরাসরি বিপুল পরিমান মাদক সীমান্তে নিজে গিয়ে সংগ্রহ করে আসছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে আজ ভোরে র্যাব-৫ এই অপারেশনটি পরিচালনা করেন, ফ্লাইট লেফটেনেন্ট মারুফ হোসেন খাঁন ও এএসপি সঞ্জয় কুমার সরকার। তিনি আরো জানান, আসামী হুমায়ন স্বীকার করেছে সে মাদক কারবারের সঙ্গে জড়িত। এই চক্রের সদস্যরা সীমান্তের ওপার থেকে কৃষক ও মাঝির ছদ্মবেশে হেরোইন চোরাচালান করে থাকেন। এর আগে বেশ কয়েকবার তারা এই পন্থায় মাদক পাচার করেছে। বর্তমানে ভারতের চোরাকারবারীদের কাছে মাদক নিয়ে তার বিনিময়ে স্বর্ণ পাচার করা হচ্ছে। আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই শীর্ষ কর্মকর্তা।
Saturday, September 3, 2022

রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই ৯টি ল্যাপটপ ও ৮টি মোবাইল উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার তালাইমারীর একটি মেস থেকে রাজশাহী কলেজের শিক্ষার্থীর চুরি হওয়া উদ্ধারকৃত ল্যাপটপ ও মোবাইল ফোনসেট হস্তান্তর করেছে মতিহার থানা পুলিশ।
শনিবার বিকেলে মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহীন উদ্ধারকৃত ল্যাপটপ এবং মোবাইল ফোন শিক্ষার্থী নাহিদ হাসান নিকট হস্তান্তর করেন।
চলতি বছরের ১৫ জুন মহানগরীর মতিহার থানার তালাইমারী এলাকায় একটি মেস থেকে রাজশাহী কলেজের শিক্ষার্থী নাহিদ হাসানের একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন চুরি হয়। এ সংক্রান্তে মতিহার থানায় একটি চুরির মামলা হয়।
এ ঘটনার পূর্বে গত ৮ জুন ভোর সাড়ে ৫টায় রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিনসেড হল রুম হতে ৩টি ল্যাপটপ ও ৪টি মোবাইল ফোন চুরি হয়। রুয়েটের ছাত্র লুৎফুল্লাহ হিল কবির চৌধুরীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানায় একটি চুরির নিয়মিত মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর দিক নির্দেশনায় মতিহার থানার পুলিশ চুরি হওয়া ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধারসহ আসামিদের অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করা হয়।
পরে মতিহার জোনের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলামের তত্ত্বাবধানে মতিহার থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলী তুহীন ও তার টিম রুয়েটের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রুয়েটের হল হতে চুরি হওয়া ৩টি ল্যাপটপ ও ৩টি মোবাইল ফোন সেটসহ সর্বমোট চোরাই ৯টি ল্যাপটপ এবং ৮ টি মোবাইল ফোন উদ্ধার করে।
এ চুরির ঘটনার সাথে জড়িত আরিফুল ইসলাম আরিফ (২৫), জয় হোসেন (২২), সাকির হোসেন সুইট (২৫), শফিউর রহমান শাফি (২০) ও তৌশিক রহমান সিয়াম (১৭) কে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য, সে সময় রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলসহ বিভিন্ন মেস থেকে যাদের ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি হয়েছে তাদের উপযুক্ত প্রমাণ নিয়ে মতিহার থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছিলো।

রাজশাহীতে বেতন স্কেল রাজস্বখাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ পরিপত্র সংশোধন এবং চুক্তিপত্র বাতিল করে সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ১৯৭২ সালের পর থেকে সরকারি প্রকল্পের নিয়ম অনুসারে বেতন স্কেল রাজস্বখাতে স্থানান্তরের নীতিমালার দাবিতে রাজশাহীতে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার রাজশাহী বিভাগীয় শাখা মানববন্ধন করেছে।
শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার রাজশাহী বিভাগীয় শাখার উদ্দ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার রাজশাহী বিভাগীয় শাখার সভাপতি যোবায়ের হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় বঙ্গবন্ধু পরিষদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আহব্বায়ক শেখ আব্দুল্লাহ আল-আমিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সচিব এমদাদুল হক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ রাজশাহী বিভাগে কর্মরত শতাধিক সদস্যরা এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১০ সালে ১১
নভেম্বর একযোগে সারা দেশে (৪৫০০) চার হাজার পাঁচশত ইউনিয়ন ডিজিটাল সেন্টার
প্রতিষ্ঠা করেন। মূলত এই প্রতিষ্ঠানগুলি নিজের আয়ের উপর নির্ভরশীল ইউনিয়ন
পরিষদের দাপ্তরিক কাজগুলি করে তাদের জীবিকা নির্বাহ করতো। ২০১৬ সালে ইউনিয়ন
গুলিতে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ প্রক্রিয়া চলমান থাকায়
ইউনিয়ন ডিজিটাল সেন্টারের
কর্মরতরা বেকার হয়ে পড়ছে। বর্তমানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয়
নেতৃবৃন্দ দ্বারা অনেকেই বিতাড়িত হয়েছেন। চেয়ারম্যানরা নিজেদের লোক বসিয়ে
অনেক জায়গায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার কর্মকর্তাদের কাজ করার সুযোগ দিচ্ছেন
না। এই প্রতিষ্ঠানের নিজস্ব কোন নীতিমালা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে
(৮০-৯০%) ইউনিয়ন ডিজিটাল সেন্টার গুলোতে।
ইউনিয়ন ডিজিটাল সেন্টার একটি উচ্চ প্রকল্প হিসেবে যাত্র আরম্ভ করলেও যথাযথ নিয়ম অনুসরন না করে অদ্যবধি পর্যন্ত শুধু একটি চুক্তি নামা জারি করে প্রতি ৫ বছর পর পর মনোনীত করা কতটা সমীচীন হয়েছে বলে তাদের প্রশ্ন। ১৯৭২ সালের সরকারী প্রকল্পের নিয়ম অনুসারে প্রত্যকটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় বেতন স্কেল/প্যাকেজ বেতন এবং রাজস্বখাতে স্থানান্তরিত হয়। তাই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরতরা সে নিয়মেই ফেরত যেতে চায়। পরিপত্র সংশোধন এবং চুক্তিপত্র বাতিল করে সাড়ে চার হাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বেতন স্কেল ও রাজস্বখাতে স্থানান্তরের নীতিমালা গ্রহণে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

রাজশাহীতে পিতা হত্যায় মামলা করে উল্টো আসামি মা-মেয়ে!

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে পিতা হত্যার ঘটনায় মামলা করায় মা-মেয়েকে
উল্টো হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যা
মামলা তুলে নিতে হুমকি-ধামকি অব্যাহত রয়েছে বলেও অভিযোগ উঠেছে। গতকাল
শনিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে
ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগীরা হলেন, মহনগরীর শেখেরচক বিহারী বাগান এলাকার মৃত আশরাফুল আলমের
স্ত্রী মোছা. সেলিনা বেগম ও মেয়ে নাইয়াতুল জান্নাতী আন্নিকা। সংবাদ
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আন্নিকা। তিনি বলেন, ২০১৯ সালের ২ নভেম্বর
পারিবারিক দ্বন্দ্বে আমার বাবা আশরাফুল আলমকে রড দিয়ে পিটিয়ে হত্যার
চেষ্টা চালান আমার বড় আব্বা নুরে আলম। গুরুতর আহত অবস্থায় বাবাকে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুদিন পর ৪ নভেম্বর চিকিৎসাধীন
অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করি
এবং নুরে আলমকে গ্রেপ্তার করে পুলিশ। প্রায় দুবছর কারাভোগের পর তিনি
জামিনে মুক্ত হয়ে হত্যা মামলা তুলে নেয়ার জন্য আমাকে ও আমার আম্মুকে
হুমকি-ধামকি দিতে শুরু করেন।
আন্নিকা বলেন, মামলা তুলে না নেয়ায় এ বছরের ৬ জুলাই আম্মু ও আমার বিরুদ্ধে
মিথ্যা হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন নুরে আলম। এছাড়া ওয়ারিশসূত্রে পাওয়া
আমার বসতবাড়ি দখলে নিতে নানা রকম পাঁয়তারা করছেন তিনি। এসব কিছুর পর নুরে
আলম সম্প্রতি উল্টো সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
তুলেছেন।
এদিন সংবাদ সম্মেলনে আন্নিকার মা মোছা. সেলিনা বেগম বলেন, নুরে আলমের
দায়েরকৃত মিথ্যা মামলায় আদালত থেকে জামিন নিয়ে এসেছি। এখন অন্য মামলায়
ফাঁসানোর হুমকি দেয়া হচ্ছে আমাদেরকে। এমতাবস্থায় আমরা চরম আতঙ্কে রয়েছি।
নিরাপত্তা নিশ্চিতপূর্বক স্বামী হত্যায় নুরে আলমের ফাঁসির দাবি জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত নুরে আলমের বক্তব্য পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত
সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আরএমপির বোয়ালিয়া
মডেল থানার ওসি মাজহারুল ইসলাম।
Wednesday, August 31, 2022
রাজশাহীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন
ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে কোয়ান্টাম ফাউন্ডেশনের লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। হটলাইন ০১৯১৪ ৯৯৯৪৪৬ নম্বরে যোগাযোগ করে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের সেবা পাওয়া যাবে। নির্ধারিত ভাড়া প্রদান করে যে কেউ এই সেবা নিতে পারবেন। তবে অস্বচ্ছল পরিবার বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের পাবে বলে জানিয়েছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মকর্তারা।
লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিগত করোনাকালীন সময়ে আমরা লক্ষ্য করেছি, সে সময়ে নিজের বাবা-মায়ের মৃতদেহ ফেলে সন্তানেরা পালিয়ে গেছে। সে সময় মৃতদেহ সৎকার করা, দাফন করা ইত্যাদি যাবতীয় কাজ কোয়ান্টাম ফাউন্ডেশন করেছে, যা অত্যন্ত প্রশংসীয়। এছাড়া তারা বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম প্রদান করে যাচ্ছে।
খায়রুজ্জামান লিটন আরো বলেন, রাজশাহীতে এতোদিন লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের খুবই অভাব ছিল। রাজশাহীতে এই প্রথম একটি লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স হলো। এই রকম একটি গাড়ি সিটি কর্পোরেশনের প্রকল্পের মধ্যেও আছে। তবে আমাদের আগেই কোয়ান্টাম ফাউন্ডেশন এটি নিয়ে এসেছে, তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই এ্যাম্বুলেন্স থেকে অনেক মানুষের উপকার হবে। আরো যত জনকল্যানমূলক কাজ আছে, সেগুলো তারা করে যাবেন, দেশের মানুষের সেবা করে যাবেন-এই কামনা করি।
এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক কাইসার পারভেজ মেহেদী, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ডা. মঞ্জুরুল হক, আসফাক আলী পাপ্পু, সাইদুল ইসলাম, মামুনুর রশীদ বাচ্চু, প্রাণবন্ধু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘি জামে মসজিদের ইমাম মাওলানা ক্বারী মোঃ মামুনুর রশীদ।
কোয়ান্টাম ফাউন্ডেশন, রাজশাহীর পরিচালক কাইসার পারভেজ মেহেদী জানান, রাজশাহী মহানগরীর মধ্যে লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্সের জন্য ১৫০০ টাকা ভাড়া প্রদান করতে হবে। সাথে ওয়েটিং চার্জ প্রতি ঘন্টায় ৩০০ টাকা। রাজশাহী মহানগরীর বাইরে গেলে প্রতি কিলোমিটার ৭০টাকা চার্জ দিতে হবে। তবে অস্বচ্ছল পরিবারের জন্য বিনামূল্যে এই ফ্রিজিং এ্যাম্বুলেন্সের সেবা প্রদান করা হবে। এছাড়া আমরা মৃত ব্যক্তির লাশ ধোয়া, দাফন ও সৎকারসহ বিভিন্ন জনকল্যাকর কাজ করে থাকি।
Tuesday, August 30, 2022

আরএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের যোগদান

ষ্টাফ রিপোর্টারঃ আরএমপিতে দুই অতিরিক্ত পুলিশ কমিশনারের যোগদান করেছে। ২৯ আগস্ট সোমবার আরএমপি সদরদপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে যোগদান করেন দুই পুলিশ কর্মকর্তা।
এসময় আরএমপি’র পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক সদ্য যোগদানকৃত কর্মকর্তাদ্বয়কে ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান তাদের।
আরএমপিতে যোগদানকৃত কর্মকর্তারা হলেন, অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), তিনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন এবং অতিরিক্ত ডিআইজি মো: ফারুক হোসেন, তিনি বিশেষ শাখা (এসবি) ঢাকায় পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
Monday, August 8, 2022
রাসিকের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টারঃ রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় নগর ভবন চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। পরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শ্রদ্ধা জানান।
এরআগে এক মিনিট নিরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ও ১৫ই আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতা মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগরভবন মসজিদের ইমাম হাফেজ মোঃ আবুল খায়ের।
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ।
অনুষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ৮নং সংরক্ষিত সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, তত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, লজিস্টিক এন্ড প্রকিউরমেন্ট অফিসার শামীম রেজা, রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন সহ সকল শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
Saturday, August 6, 2022
কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড়
আতাউর রহমান পলাশ,মোহনপুরঃরাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ময়লার ভাগাড় তৈরি হয়েছে।
বাজারের
কিছু ব্যবসায়ীরা রাতের আঁধারে ময়লা আবর্জনা এ বিদ্যালয়ের পাশে ফেলে ভাগাড়ে
পরিণত করেছে বলে অভিযোগ রয়েছে। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন অত্র
বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং পথচারিরা।
জানাগেছে, বাজার
পরিচ্ছন্ন রাখতে কেশরহাট পৌরসভা কর্তৃক একাধিক ডাস্টবিন স্হাপন করা হয়।
কিন্তু বাজারের কতিপয় ব্যবসায়ীরা প্রভাব দেখিয়ে রাতের আঁধারে সেগুলো
ডাস্টবিন সরিয়ে ফেলে।
আর ময়লা আবর্জনা ফেলতে শুরু করে এ বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশের সরু রাস্তায়।
এ সরু রাস্তা দিয়ে পাশে অবস্হিত কেশরহাট উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা যাতায়াত করতো।
সেটিও বন্ধ হয়ে গেছে।
কেশরহাট
উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা আবেগের সাথে বলে পায়ে হেঁটে এ
রাস্তা দিয়ে আমরা স্কুলে যেতাম সেটি আবর্জনা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
এখন ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে যেতে হচ্ছে।
যথাযথ ব্যবস্হা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানায় তারা।
এ
বিষয়ে কেশরহাট পৌরসভার কঞ্জারভেন্সি ইন্সপেক্টর জামাল হোসেন বাংলার সকালকে
বলেন, আবর্জনাগুলো খুব দ্রুত সরিয়ে ফেলা হবে আর সেখানকার ব্যবসায়ীদের
তালিকা করে আমরা চিঠি পাঠাবো। এর পরও না মানলে পৌর কর্তৃপক্ষ যথাযথ
ব্যবস্হা নিবে।
নগরীর কাশিয়াডাঙ্গায় সেমি টাউন রিয়েলস্টেট অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ
ষ্টাফ রিপোর্টারঃ কাশিয়াডাঙ্গা মিয়াপুরে প্লট ব্যবসায়ীর অফিস ভাংচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর কুশার সেন্টার এলাকায় পূর্ব শত্রুতার জেরে তাহাশিন আলী নামের এক প্লট ব্যবসায়ীর ব্যবসায়ীক অফিসে হামলা চালিয়ে ব্যপক ভাংচুর ও গুরুত্ব পূর্ণ জমির কাগজ পত্রসহ লক্ষাধিক টাকা লুট করে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে এ ঘটনা। ঘটনা সূত্রে জানা গেছে, কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকার মৃত মহাশিন আলীর ছেলে তাহাশিন আলী সেমি টাউন রিয়েলস্টেট নামের দীর্ঘদিন যাবত প্লট ব্যবসার সাথে জড়িতো। সাম্প্রতিক মিয়াপুর এলাকায় তাহাশিন আলী ৪২ কাঠা জমি ক্রয় করে ওই জমির ওয়ারিসদের কাছে থেকে। সেই জমি কেনাকে কেন্দ্র করে ওই এলাকার লোকমানের ছেলে পুলিশ সদস্য ফায়সালের ক্ষমতাবলে ওই এলাকার মৃত শুকুরের ছেলে জেহের আলী তার ভাই ইসরাইল, ইজরাইল, সাদেক মন্ডল ও তার ছেলে গেদু,লোকমানের ও তার ছেলে লাল চাঁন, শুকুরের ছেলে শমজান ও তার স্ত্রী, লোকমান ও তার স্ত্রীসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জন শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে মিয়াপুর বাজারে প্লট ব্যবসায়ী তাহাসিনের ব্যবসায়ী অফিসে হামলা চালায়। তাহাশিন কে না পেয়ে অফিসে দেখা শোনার জন্য জুবাইর (২২) নামের ছেলে বাধা দিলে তাকে ব্যপক মারপিট করে। এতে তার ডান হাত ভেঙ্গে যায়। এসময় হামলা কারিরা অফিস ভাংচুর চালায় ও জমি ক্রয় বিক্রয়ের সিন্ধুকে থাকা ২৪ লাখ ৭০ হাজার টাকা ও জমির কিছু জরুরী কাগজ পত্র লুট করে নিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে। সেমি টাউন রিয়েলস্টেটের চেয়ারম্যান প্লট ব্যবসায়ী তাহাশিন সাংবাদিকদের জানান, মিয়াপুরে সাম্প্রতিক হামলাকারিদের ৩ জন ওয়ারিশের কাছে থেকে ৪২ কাঠা জমি ক্রয় করেছি। সেই জমি আমার দখলে আছে। কিন্তুু হামলাকারিরা সেই জমিতে থাকা আমার নির্মানকৃত ঘর ভাংচুর করে। তারা ওই জমি আমার দখল থেকে জোর পূর্বক জবর দখল নিতে চাই। এ বিষয়কে কেন্দ্র করেই তারা হামলা চালায় আমার অফিসে। তিনি আরো জানান, অফিসের সিন্ধুকে জমি ক্রয়-বিক্রয়ের ২৪ লাখ ৭০ হাজার টাকা সিন্ধুক ভেঙ্গে নিয়ে যায়। এসময় আলমারিতে থাকা জমির জরুরী কাগজপত্র নিয়ে যায়। সেই সময় আমি ছিলাম না তাই বেচেঁ গেছি। তারা আমাকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা চালায় তারা। এ বিষয় কালিয়াডাঙ্গা থানায় মামলার প্রস্তুুতি চলছে বলে জানান তিনি। এ বিষয় কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। থানায় লিখিতো অভিযোগ পেলে হামলা কারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
Saturday, July 23, 2022
কাঁটাখালিতে ড্রেন নির্মানে চাঁদা না পেয়ে ইঞ্জিনিয়রের উপরে সন্ত্রাসী হামলা
স্টাফ রিপোর্টার : রাজশাহী কাঁটাখালি শ্যামপুর ৮ নং ওয়ার্ড মোল্লাপাড়া এলাকায় সরকারি ড্রেন নির্মান কাজে চাঁদার টাকা না পেয়ে নির্মানকাজে বাধা ও নির্মানকাজের ইঞ্জিনিয়রসহ ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মচারীদের উপরে হামলা চালিয়েছে পিটিয়ে আহত করেছে স্থানিয় সন্ত্রাসীরা। শনিবার সকাল ১১ টার দিকে শ্যামপুর মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে কাঁটাখালি থানায় লিখিতো অভিযোগ দিয়েছেন এমএস মনির ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়র আসাদুজ্জামান।
অভিযোগ সূত্রে জানা গেছে, সারা দেশে ৩০ টি পৌরসভায় ওয়াল্ড ব্যাংককের অর্থায়নে রাজশাহী জনস্বাস্থ্য প্রৌকশল অধিদপ্তরের টেন্ডারে কাঁটাখালি পৌরসভার দেওয়ানপাড়া থেকে শ্যামপুর বালুরর ঘাট পর্যন্ত ড্রেন নির্মান কাজ চলছে গত এক মাস থেকে। কাজ টি করছেন এমএস মনির ট্রেডার্স নামের ঠিকাদার প্রতিষ্ঠান।
শনিবার সকাল ১১ টার দিকে এমএস মনির ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়র আসাদুজ্জামানের সার্বিক পরিচালনায় শ্যামপুর মোল্লাপাড়া এলাকায় ড্রেন নির্মান কাজ করছিলেন। এসময় ওই এলাকার মৃত চয়েন হাজীর ছেলে মকসেদ (৫৫) তার ছেলে কাউসার (২৮) ও নজরুল ইসলামের ছেলে আরিফ (৩৫) ড্রেন নির্মান প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়রের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দিলে ড্রেন নির্মান কাজ বন্ধ করতে হবে বলে দাবি করে।
এসময় তাদের চাঁদার টাকা দিতে অস্বীকার করলে তারা এমএস মনির ট্রেডার্স ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়র আসাদুজ্জামানের উপরে হামলা চালায়। এসময় ঠিকাদার প্রতিষ্ঠানের সাপলাইয়ার ওই এলাকার মৃত মুসলেমের ছেলে আনারুল ইসলাম প্রতিবাদ করলে তার উপরেও হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় সরকারি কাজে বাধা প্রদান ও নির্মানকাজ ভাংচুর এবং কাজ বন্ধ করে দেই মকসেদের নেতৃত্বে তার বাহীনি।
সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা আক্তার বলেন, জনগনের কল্যাণে সরকারি ড্রেন নির্মানে কাজ করছিলেন ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়রসহ অন্যান কর্মচারী ও মিস্ত্রীরা। এসময় তাদের উপরে হামলা ও সরকারি কাজে বাধা এবং নির্মান কাজ ভাংচুর করে কাজটি ঠিক করেনি স্থানিয় সন্ত্রাসীরা। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহন করা উচিৎ।
এ বিষয় কাঁটাখালি থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, সরকারিকাজে বাধা ও ভাংচুর, চাঁদাদাবি এবং ইঞ্জিনিয়রের উপরে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ইঞ্জিনিয়র আসাদুজ্জামান। এ বিষয় তদন্ত করে দ্রুত আসামীদের গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।